1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের গণহত্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

রাউজান উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের গণহত্যা দিবস পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৪০ বার

১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে গণহত্যা শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গণহত্যা দিবস পালন করেছে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। দুটি পৃথক আলোচনা সভায় আলোচক গণ বলেন দেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা নিয়ে ৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় নেমেছিল পাক বাহিনী। সেই সময় তাদের এই কাজে সহায়তা দিয়েছিল রাজাকার আলবদরসহ এদেশিয় দোসররা। তারা বলেন, ওই দিন থেকে দেশের বিভিন্নস্থানে গণহত্যা শুরু করা হলেও রাউজানে গণহত্যার ঘটনাটি ঘটানো হয়েছিল ১৩ এপ্রিল। এদিন রক্তপিপাসু পাক হানাদার বাহিনী কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠতা শহীদ বুদ্ধিজীবি অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহকে নির্মম ভাবে হত্যা করে। তারা এদিন পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া, পৌর এলকার জগৎমল্ল পাড়া, নন্দীপাড়া, ছিটিয়াপাড়ায় হিন্দু বাড়ি জ্বালিয়ে দেয়ার পাশাপাশি নিরহ নারী পুরুষদের এক জায়গায় জড়ো করে নির্বিচারে ব্রাশ ফায়ারে গণহত্যা চালায়। বক্তারা বলেন, রাউজানসহ চট্টগ্রামের বিভিন্নস্থানে পরিচালিত গণহত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পিতা ফজলুল কাদের চৌধুরী।

সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে বিচারের রায়ে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ও উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দুটি আলোচনা সভায় আলোচক গণ এসব তথ্য প্রকাশ করেন। সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। আওয়ামীলীগের সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। আলোচনায় অংশগ্রহন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম. বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, ইউছুপ খান, সাধন পালিত, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, শাহ আলম চৌধুরী, দলের যুগ্ম সম্পাদক কাউন্সিলর বশির উদ্দিন খান, নজরুল ইসলাম চৌধুরী. এডভোকেট সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী,চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আলম,জসিম উদ্দিন, হাসান মোহাম্মদ রাসেল,আবু সাছেক, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, ফয়সাল মাহামুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net