রাউজানে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (২৬ মার্চ) শনিবার সকালে উপজেলা সদর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ, উপজেলা প্রশাসন,থানার পুলিশ,মুক্তিযুদ্ধা সংসদ, প্রেসক্লাব, আ.লীগ, যু্বলীগ, ছাত্রলীগ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের পেশার মানুষ।এরপর রাউজান সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলণ,কুচকাওয়াজে সালাম গ্রহণের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, আ.লীগের সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, ইউছুপ খান, সাধন পালিতসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।এতে পুলিশ,আনসার ও ভিডিপি, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।