1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলা,আহত ৮ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

গাইবান্ধায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলা,আহত ৮

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২১৯ বার

গাইবান্ধায় গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এতে আটজন নেতাকর্মী আহত হন। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত নেতাকর্মীরা জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে শহরের পৌরপার্কের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তারা গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা করে। সভা শেষের দিকে দুপুর সাড়ে ১২টার সময় দুবৃর্ত্তরা তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায়। এতে আটজন নেতাকর্মী আহত হন। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকী পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব সাওয়াত হোসেন জানান, তারা শান্তির্পূন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করছিলেন। সভার শেষ মুহুর্তে হঠাৎ করে ২০ থেকে ২৫ জন দুবৃর্ত্ত লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে মারধর করে।এতে তাদের আট নেতাকর্মী আহত হয়।

এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net