গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা এখন প্রায় বিলুপ্তর পথে। এ ঐতিহ্যকে ধরে রাখতে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন জগতপুর গ্রামে আয়োজন করা হয় জলাশয়ে হাঁস ধরা ও সাঁতার খেলা প্রতিযোগিতা । জনপ্রিয় হাঁস খেলা দেখতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপচেপড়া ভিড় জমে। দর্শকদের আনন্দ-উল্লাসে জমে ওঠে খেলাও।
২৬শে মার্চ শনিবার রাতে উপজেলার জগতপুর গ্রামে ভইরাগী দীঘির হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, খেলা দেখতে দূর-দূরান্ত থেকে উপজেলার জগতপুর এলাকার ভইরাগী দিঘীতে ছুটে আসেন হাজারো মানুষ।রাত ৮টায় দিকে জলাশয়ের মাঝখানে ৬টি পাতিহাঁস ছেড়ে দেওয়া হয় দিঘীতে। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দিঘীতে ঝাঁপ দেন ১০০ জন যুবক। দীঘির চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকনে। হাঁস ধরতে শুরু হয় হইচই। ধারাবাহিকভাবে ১০০ মানুষ এই হাঁস ধরার খেলায় অংশ নেন।
জলাশয়ে কিশোর-যুবকেরা কখনো সাঁতার, আবার কখনো ডুবসাঁতারে একটি হাঁসের পেছনে ছুটছে। আধা ঘণ্টার দাপাদাপিতে অবশেষে এক যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সেই সঙ্গে উৎসুক মানুষ চিৎকার ও করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁকে। সেই যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাঁস ধরা ও সাঁতার খেলা প্রতিযোগিতার আয়োজন করেন
মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস মিয়া।
আয়োজনকারী ইউনুস মিয়া শনিবার রাতে বলেন, ‘আমাদের এলাকার ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জলাশয়ে হাঁস ধরা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এই খেলার পাঁচ পর্বে প্রায় ১০০ প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন কয়েক শ মানুষ।
জালাল মেমোরিয়াল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আবু সপিয়ান আবির প্রতিযোগিতা দেখতে এসে জানায়, এমন খেলা এর আগে কখনো সে দেখেনি। এবার দেখে সে খুবই আনন্দ পেয়েছে।
জগতপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুস মিয়া মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মজুমদার, প্রবাসী ইউনিটে আহবায়ক রবিউল আলম মজুমদার,আবুল হোসেন স্বপন,ইব্রাহিম খলিল, আমিনুল হক,হেদায়েত উল্লা,ছাত্র লীগের সভাপতি দিদারুল ইসলাম সুমনসহ এলাকার ব্যক্তিবর্গ।