সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে এক দিনে একাধিক রাস্তার কাজের উদ্বোধন।
বুধবার (৬এপ্রিল) সকালে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের শ্রীপুর হাসান কলোনী আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করেন। সাথে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মন্ডল ও সাধারন সম্পাদক জনাব মতিউর রহমান মতিন।
৮নং ওয়ার্ডের পলাশবাড়ী নামা বাজারের আনারুল্লার মার্কেট থেকে মনির হোসেন এর বাড়ি পর্যন্ত উপজেলা উন্নয়ন তহবিল এর আরসিসি ঢালাই রাস্তার কাজ উদ্বোধন করেন। উপস্হিত ছিলেন ওয়ার্ডের মেম্বার হারুন মন্ডল ও আওয়ামী লীগ নেতা ইউনুস খান। ইউ পি সচিব আমির হোসেন,সাবেক ঢাকা জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মন্ডল।
পরে সেখান থেকে পুর্ব ডেন্ডাবর হাসান মন্ডল এর বাড়ির সামনে নলির খালের উপরে কালভার্ট এর ঢালাইর কাজ পরিদর্শন করেন।
এলাকার উন্নয়নে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। স্হানীয়রা বলছেন ধামসোনা ইউনিয়নের উন্নয়নে সাইফুল ইসলাম চেয়ারম্যানের বিকল্প নেই। তিনি গ্রামকে শহরে রুপান্তরিত করে ইউনিয়নটিকে পৌরসভায় উন্নতি করার লক্ষে কাজ করেই যাচ্ছেন। এলাকাবাসী সাইফুল ইসলামকে ধামসোনা পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র হিসাবে দেখতে চায়।