চট্টগ্রামের হাটহাজারীতে আইপিএল খেলা কে কেন্দ্র করে এক চা দোকানীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে গত (৫ এপ্রিল) দিবাগত রাত১১:৩০ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমন বাজারে আইপিএল খেলা কে কেন্দ্র করে কুমিল্লার লাকসামের ফারুক হোসেন নামের এক চা দোকানীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ফয়সাল, ফরহাদ ও নাইমসহ আরো ২০ থেকে ৩০ জনের সন্ত্রাসী বাহিনী । স্থানীয় সুত্র মতে, সেইদিন (৫ এপ্রিল) দিবাগত রাত ১১:৩০ এর দিকে আইপিএল খেলা চলছিল খেলায় দল পছন্দ-অপছন্দ নিয়ে সেখানকার স্থানীয় ফয়সাল নামের এক ব্যাক্তির সাথে ক্ষুদ্র ব্যবসায়ী চা দোকানি ফারুকের কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং ফয়সাল আঘাতপ্রাপ্ত হয়।
পরে ফয়সাল ক্ষুব্ধ হয়ে আধা ঘন্টা পর ২০থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ভাড়া করে ফারুকের কলোনিতে গিয়ে তাকে নির্মমভাবে মারধর করে এসময় ফারুক মাটিতে লুটিয়ে পড়ে এবং এক পর্যায়ে ফয়সাল ও তার সাঙ্গপাঙ্গরা ফারুকের বুকের উপর উঠে লাফাতে থাকে। “এ যেন এরশাদ শিকদার কেও হার মানায়” ফারুকের শ্বাসরোধ হওয়া পর্যন্ত ফয়সাল ও তার সাঙ্গপাঙ্গরা তার বুকের উপরে উঠে লাফাতে থাকে। এতে করে ফারুক হোসেন এর বুকে প্রচন্ড জখম হয় এবং একটি চোখ তেথলি যায়,মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় ফারুক, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করিয়েছেন,কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করেন আজ ৭ এপ্রিল তাকে তার বাড়ি কুমিল্লার লাকসামে নিয়ে আসা হয়। এবং কিছুক্ষণ পর তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহত ফারুকের পরিবার। এ ঘটনায় নিহত ফারুকের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। উল্লেখ, নিহত ফারুকের দুই স্ত্রী ও তিন পুত্র সন্তান রয়েছে।