ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারিদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর প্রেসক্লাব চত্বরে বৃহস্পতিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ মোঃ ইয়াছিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আমীর ফয়সাল, মোঃ আলামিনুল খান, কাউছার বেগম, আহাম্মদ আলী, ইয়ার হোসেন, সাহিদা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানসহ ৭দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদনা করা হয়।