দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে মৃত ডলফিন পাওয়া গেছে আবারো।
বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে হালদা নদীর সিপাহীঘাট এলাকা থেকে এ ডলফিন উদ্ধার করেন ডিম আহরণকারী কামাল সওদাগর। এর দৈর্ঘ্য ৪ফুট ৪ইঞ্চি, প্রায় ৩০ কেজি ওজনের এই ডলফিনটি মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান তিনি।
ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগে ল্যাবে সংরক্ষণ করা হয়েছে। উদ্ধারকৃত মৃত ডলফিনের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে’ জানিয়ে প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন- এটি হালদা নদীতে পাওয়া ৩৩ নম্বর মৃত ডলফিন।
নদীতে কয়েকদিন পর ডিম ছাড়বে মা মাছ, নানা প্রস্তুতি চলছে ডিম আহরণকারীদের। এমন সময়ে মৃত ডলফিন উদ্ধার হওয়ায় বেশীই উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এমনটা মা মাছের জন্যও নিরাপদ নয় বলে মন্তব্য ডিম আহরণকারীদের।