লাকসামে মধ্যরাতে একটি জুয়ার আস্তানায় হানা দিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের সাত বাড়িয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সাত বাড়িয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে প্রবাসী বেল্লাল আহম্মেদ (৫৫),
একই গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে ওমর ফারুক (৩০), মৃত খালেক মিয়ার ছেলে রিপন মিয়া (২৬),ইউছুফের ছেলে ইয়াকুব মিয়া (২৮),
আবদুল খালেকের ছেলে আবু তাহের (৩৮) ও বোয়ালিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ইউছুফ মিয়া (৪৪)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার সাতবাড়ীয়া গ্রামে সিদ্দিক সুপার মার্কেটের বেল্লার দোকানে বেশকিছুদিন ধরে জমজমাট জুয়া খেলা চলছিল। নিয়মিত চলা এই জুয়ার আসরে এই উপজেলা ছাড়াও আশাপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লোকজন এসে জুয়া খেলতেন। আর জুয়াড়িদের নিরাপত্তাসহ সবধরনের সযোগ-সুবিধা দেওয়ার কথা বলে মার্কেটের মালিক বেল্লাল আহম্মেদ প্রতিদিন জুয়ার বোর্ড থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। এমকি ওই টাকাসহ বেল্লাল আহম্মেদ সহপাঠীদের সঙ্গে জুয়া খেলতেন। এসব টাকায় সব মহলকে ম্যানেজ করা হয়ে থাকে বলে প্রচার করতেন তিনি। একপর্যায়ে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ওই জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই সেট তাস ও নগদ টাকাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেশকিছুদির ধরে চলা ওই জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।