1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে সাবেক মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা

জয়পুরহাটে সাবেক মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

শাকিল আহমেদ , জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩২৫ বার

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী (অবসর) ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুটিতে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে মামলা দুটি করেন বলে সাংবাদিক কে জানিয়েছেন দুদকের উপ পরিচালক মো. মনিরুজ্জামান।

গোলাম মাহফুজ চৌধুরী অবসর আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র। বর্তমানে তিনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা শহরের আলহেরা আবাসিক এলাকার (সরদারপাড়া) বাসিন্দা। তার স্ত্রী শিমুল জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক মেয়র গােলাম মাহফুজ চৌধুরী গত ২০১৯ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনে তার সম্পদ বিবরণীতে ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপণ করে। তিনি অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভােগ-দখলে রেখেছেন।

একইভাবে তার স্ত্রী কামরুন্নাহার শিমুল ৩৬ লাখ ৭ হাজার ১৬৪ টাকার অবৈধ সম্পদ ভোগ-দখলে রেখেছেন। তারা এসব সম্পদের কোনো ব্যাখা দিতে পারেননি। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং ২০১২ সালের ৪ (২) ও ৪ (৩)-এর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি রুজু হয়।

জানতে চাইলে গােলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, গত চার বছর আগে অভিযোগ উঠে। কিন্তু মামলা হয়নি। বর্তমানে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াতে চাওয়ায় ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা। তারা ষড়যন্ত্র করে দুদকের মামলা করিয়েছে। এমনকি স্ত্রীর বিরুদ্ধেও মামলা করিয়েছে।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net