1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় মহিলা ও পুরুষ ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার  হামলা চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ ঠাকুরগাঁও দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি ওয়াদুদ, সম্পাদক মোজাম্মেল সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ হজযাত্রী এসএ টিভি: আওয়ামী দালাল ও নারী লোভীদের আখড়া চবির ৫ম সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

কুষ্টিয়ায় মহিলা ও পুরুষ ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭৯ বার

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের ভিতরে প্রবেশ করে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ (৫২)। ১,২,ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মোছাঃ মাজেদা খাতুন (৪২), ও শিমুল (১৯) নামের এক যুবকের উপর হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৪ টার সময় চাপড়া ইউনিয়ন পরিষদের মধ্যে এই ঘটনা ঘটে। হামলাকারী সন্ত্রাসীরা হলেন চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের সুলতানের ছেলে রনু (৩৫), একই এলাকার মহতের ছেলে প্রিন্স (৩০), হেকমত মিস্ত্রির ছেলে জসিম (৩৫) সহ অজ্ঞাত আরও কয়েকজন।

ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, চাপড়া ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তোলার কাজের সময় উল্লিখিত সন্ত্রাসীরা কাজে বাধা দেয়। সে সময় ইউপি সদস্য আব্দুর রউফ ও মাজেদা খাতুন তাদের কে বাধাগ্রস্থ করে পরিষদ থেকে চলে যেতে বলে। পরবর্তীতে ২ জন ইউপি সদস্য বাড়ি যাওয়ার সময় পরিষদের গেটের সামনে থেকে তাদের মোটরসাইকেল আটকে রেখে মারধর করে এবং তাদের পকেট থেকে টাকা ছিনতাই করে মোটরসাইকেলের চাবি কেরে নেয়।

মঙ্গলবার রাত দশটার সময় মুঠোফোনে ফোন দিলে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু জানান, বখাটে ছেলেরা এনআইডি কার্ডের জন্য আগত যুবতী মেয়েদের সাথে ইভটিজিং ইভটিজিং করছিল । বাধা দেয়াতেই ইউপি সদস্যদের অকথ্য ভাষা গালাগালি করে তারা। ইউনিয়ন পরিষদ থেকে বেরিয়ে যেতে বললে তারা আরো ক্ষিপ্ত হয়। প্রথমে এক প্রকার ধাক্কাধাক্কি নিয়ে দুপক্ষকে বসে সমাধান করা হয়েছিলো। পরে আবারও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালানোর জন্য ছুটে আসলে আমরা আবারও তাদেরকে ফিরিয়ে দেই। পরে তারা দুই ইউপি সদস্য পরিষদ থেকে বের হওয়ার এই ঘটনা ঘটিয়েছে। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানার ওসিকে জানিয়েছে। তারা ব্যাবস্থা গ্রহনের আশ্বাস জানিয়েছে। এ বিষয়ে বুধবার (১৫ জুন) সকালে কুমারখালী উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে সকাল দশটার সময় যথা উপযুক্ত বিচারের দাবীতে উপস্থিত থাকবো। আশা করি সঠিক বিচার পাবো আমরা।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ইউনিয়ন পরিষদ থেকে যাওয়ার সময় মহিলা ইউপি সদস্যের সাথে তর্কাতর্কি নিয়ে একটি ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net