1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তা ও ধরলা পাড়ের মানুষের ভাসমান জীবন- যাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা । চৌদ্দগ্রামে মধ্যম চাঁন্দিশকরায় মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের চারজন আহত, থানায় অভিযোগ চেয়ারম্যান পদে-৬, ভাইস চেয়ারম্যান পদে-৩, মহিলা ভাইস চেয়ারম্যান পদে-১ চন্দনাইশে মনোনয়ন পত্র জমার শেষ দিনে ১০ জন প্রার্থীর ফরম জমা Kumpulan Situs Slot Bonus New Member Terbaru রাউজানে পরিত্যক্ত দু’টি হ্যাচারি- সুফল থেকে বঞ্চিত ডিম সংগ্রহকারীরা হেফাজতে ইসলামের সাবেক  যুগ্ম-মহাসচিব মামুনুল হকের মুক্তি লাভ। বাঁশের সাঁকোর বদলে স্টিল ব্রীজ নির্মাণ কাজ শুরু ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

লালমনিরহাটে তিস্তা ও ধরলা পাড়ের মানুষের ভাসমান জীবন- যাপন

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১১২ বার

লালমনিরহাটে নিজ ঘরে ফিরতে না পারা বানভাসি মানুষের জীবন কাটছে ভাসমান অবস্থায়। এখনও ডুবে আছে তাদের ঘর-বাড়ি। তাই আশ্রয় হয়েছে নৌকা ও কলাগাছের ভেলা ও অন্যের বাড়ি এবং ওয়াপদা বাঁধের উপর। কাটছে দুর্বিসহ জীবন। এদিকে উঠানামা করেছে পানি। উঁকি দিচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগব্যাধি। অনভ্যস্ত এই ভাসমান জীবন থেকে মুক্তি প্রয়োজন। কিন্তু বানভাসিদের জীবনে সেই দিন কবে আসবে কেউ জানে না। তিস্তা ও ধরলা পাড়ের মানুষ। তাইতো পানির সঙ্গে সখ্যতা তাদের জন্ম-জন্মান্তরের। প্রতি বছরের একটা নির্দিষ্ট সময় পানিতে ডুবে থাকে চারপাশ। চারপাশে পানি থাকলেও নৌকা ও কলাগাছের ভেলায় জীবন অভ্যস্ত নয় এখানকার মানুষ। ভাসমান এই জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনিতে দেখে বুঝার উপায় নাই কী বিপদ যাচ্ছে মানুষগুলোর উপর দিয়ে। সন্ধ্যা নামে এদের বন্দী জীবনে। বিদ্যুৎ নাই। চুলার ব্যবস্থা আছে বা নাই। থাকলেও এক বেলার বেশি রান্না করার সুযোগ নাই। বানের পানি নামছে ধীরে ধীরে। কিন্তু সেই ঘরে ওঠার পরিবেশ নেই তাদের।

জানা গেছে, বৃহস্পতিবার ৩০ জুন বিকাল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির সমতল ৫২.৩০মিটার, (বিপদসীমা= ৫২.৬০মিটার) যা বিপদসীমার ৩০সে.মি নিচে। কাউনিয়া পয়েন্টে পানির সমতল ২৮.৯৭ মিটার, (বিপদসীমা =২৯.২০মিটার) যা বিপদসীমার ২৩ সেঃমিঃ নিচে। ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি সমতল ৩১.১০মিটার, (বিপদসীমা= ৩১.০৯মিটার) যা বিপদসীমার ০১সেঃমিঃ উপরে। পাটগ্রাম পয়েন্টে পানি সমতল ৫৮.৮৬ মিটার, (বিপদসীমা= ৬০.৩৫মিটার) যা বিপদসীমার ১৪৯ সেঃমি নিচে। সকাল ০৮টা পর্যন্ত লালমনিরহাটে বৃষ্টিপাত ০৬মিলিমিটার।

পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা নদীর তীরবর্তী ৫টি উপজেলার পরিবারগুলো পানিবন্দি। ইতিপূর্বে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান , বর্তমানে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খোলা রয়েছে। তবে ভারতে পানির প্রবাহ কমে গেলে তিস্তার পানি আবারও কমবে।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী ইউনিয়ন ধরলা নদীর বন্যার পানিতে তলিয়ে গিয়ে রাস্তাঘাট, হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেঙ্গে গেছে বাড়ী-ঘর।
অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নদীতে বন্যার পানিও বাড়তে শুরু করেছে। তাই আতংকিত ওই এলাকার নদী পাড়ের পরিবার গুলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম