1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া থানা পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদকর্মীর সঙ্গে রুঢ় আচরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশুলিয়া থানা পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদকর্মীর সঙ্গে রুঢ় আচরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৪২ বার

আশুলিয়া থানা পুলিশের এএসআই-এর বিরুদ্ধে এক সংবাদকর্মীর সাথে রুঢ় আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০৪ জুলাই) দুপুর আড়াইটার সময় আশুলিয়া থানায় একটি তথ্য সংগ্রহ করতে গেলে আশুলিয়া থানা পুলিশের এএসআই ওয়াজেদ আলী ঢাকারিপোর্ট২৪ডটকমের সাভার প্রতিনিধির সাথে এমন আচরণ করেন তিনি।

ঢাকারিপোর্ট২৪ডটকমের সাভার প্রতিনিধি মোঃ আনোয়ার সুলতান বলেন, কয়েকদিন আগে আশুলিয়ার ভাদাইল এলাকায় এক পোশাক শ্রমিককে মারধর করে আহত করে তার প্রতিপক্ষ। আজ সকালে তিনি মারা যান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। আমি আর দৈনিক নয়া শতাব্দীর আশুলিয়া প্রতিনিধি তথ্য সংগ্রহের জন্য আশুলিয়া থানা পুলিশের এএসআই ওয়াজেদ আলীর কাছে যাই মামলার কপি আনার জন্য। এএসআই ওয়াজেদ আলী আশুলিয়া থানার মুন্সি। থানায় মামলা হলে সেই কপিগুলো ওই কর্মকর্তার কাছেই পাওয়া যায়। প্রথমে আমার সাথে থাকা ওই সংবাদকর্মী এএসআই ওয়াজেদের কাছে ভাদাইলে মারধরের মামলার কপি চান। তখন এএসআই বলেন মামলার নাম্বার বলতে। আমরা বললাম নাম্বার তো বলতে পারবো না তবে আশুলিয়ার ভাদাইল এলাকার ঘটনা। মামলার আইয়ূ এসআই রাজু মন্ডল। তখন পুলিশের ওই কর্মকর্তা ভুল বসত অন্য একটি মামলার কপি বের করে দিয়ে বলেন এটার ছবি তুলে নেন। পরে আমি মামলার ছবি তুলে থানার বাহিরে চলে আসি। এরপর মামলার কপি চেক করতে আমি পড়তে থাকি। আমার মনে হলো যদি ভুল করে অন্য মামলার কপি দেয় সেইজন্য। এরপর দেখি ওটা অন্য মামলার কপি। পরে আমি আবার যাই এএসআই ওয়াজেদ আলীর কাছে। গিয়ে বললাম এটা অন্য মামলার কপি। আমরা যেটা খুঁজছি এটা সেইটা নয়। পরে ওই কর্মকর্তা আবারও বলেন মামলার নাম্বার বলতে, কিন্তু আমরা নাম্বার জানি না বলে পুনরায় একি কথা বললাম। তারপর আবার যখন বলতে যাই তখন পুলিশের ওই কর্মকর্তা আমার সঙ্গে রুঢ় আচরণ করেন। তিনি উত্তেজিত হয়ে উচ্চস্বরে আমাকে ধমক দেন। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি।

তিনি আরও বলেন, একটা তথ্য চাওয়ায় থানার একজন কর্মকর্তা এমন রুঢ় আচরণ করবে এটা আমার কাছে খুবই দুঃখজনক। আমরা তথ্যের জন্য কি থানায়ও যেতে পারবো না। তাদের সাথে কথাও বলতে পারবো না। তিনি যদি ব্যস্ত থাকতেন তাহলে আমাকে বলতে পারতো ভাই পরে আসেন এখন একটু ব্যস্ত আছি। একজন সাধারণ মানুষ তাদের সাথে কথা বলবে কিভাবে যেখানে আমাদের সাথেই এমন আচরণ?

এর আগে, গত শুক্রবার আশুলিয়া ভাদাইলের মধ্যপাড়া এলাকায় ডেকে নিয়ে রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামের এক পোশাক শ্রমিকের ওপর হামলা চালায় তার প্রতিপক্ষরা। এঘটনায় আহত হওয়ার ৪ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৪ জুলাই) সকালে সাভরের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। সেই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। মুলত সেই মামলার কপি চাওয়ায় এমন রুঢ় আচরণ করেন পুলিশের ওই কর্মকর্তা।

এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা পুলিশের ওই কর্মকর্তা (এএসআই) ওয়াজেদ আলী এঘটনার কথা অস্বীকার করে তিনি বলেন, এমন কোনো কিছুই হয়নি। আমার কাছে সারাদিন অনেক লোকজন আসে। কে কোন বিষয় নিয়া আসে মাথায় থাকে না। তাই সব ডকুমেন্টস খুলে রাখি এবং যে যা জানতে চায় সেটাই বলে দেই।

এব্যাপারে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, আপনি লিখিত অভিযোগ দিতে পারেন। লিখিত অভিযোগ না দিলে আমি কিছু করতে পারবো না। আপনি অভিযোগটা পুলিশ সুপার বরাবর করতে পারেন।
মোহাম্মদ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net