1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হত্যা মামলার আসামী আওয়ামী লীগের  চেয়ারম্যানকে বিএনপি সমর্থিত মেম্বারদের ফুল দিয়ে বরণের অভিযোগ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী শুনানি ২৬ মে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান–স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা জবি শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনে, কাকরাইল সড়কে ব্যারিকেড পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়: শেহবাজের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ২য় দিনের মতো অবস্থান, সড়ক বন্ধ আ’লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৫৮ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করে পুলিশ। ৬ জুলাই বুধবার রাতেই কটুক্তিকারী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব পারপুগী (শীবগঞ্জ বাজার) গ্রামের নরেশ কর্মকারের ছেলে নির্মল কর্মকার (৪০) কে গ্রেফতার করা হয়। জানা যায়, ঐ দিন শীবগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে জীবন ও জয়নাল নামে ২ ব্যক্তি একাধিক বিয়ে নিয়ে কথা বার্তা বলছিল। এ সময় নির্মল তাদের সাথে যুক্ত হয়ে নবিজী (সাঃ) কে জড়িয়ে একাধিক বিয়ে নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা বলেন। এ সময় ঐ ২ যুবক ও আপশপাশের লোকজন উত্তেজিত হয়ে নির্মলকে মারপিট করতে উদ্যত হয়ে প্রায় ১ থেকে দেড় হাজার মানুষ জড়ো হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নির্মলকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

সদর থানার এসআই (নিঃ) মো: জাবেদ আলী পিপিএম জানান, নির্মল কর্মকারকে রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। প্রাথমিক তদন্তে নির্মল কর্মকার নবিজী (সাঃ) কে কটুক্তি করার বিষয়টির প্রমান পাওয়া গেছে। অপরদিকে ৭ জুলাই বৃহস্পতিবার নির্মল কর্মকারকে উদ্ধারের সময় পুলিশের উপর হামলা, ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গাড়ি ভাংচুর ও সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে সদর থানার এসআই (নিঃ) হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও ১৫০ থেকে ২শ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হলেন মো: সাদেকুল হুজুর (৫০), মো: আল মামুন (৩০), মো: আ: আউয়াল (৩৫), মো: আল মামুন (৩৭), মো: লিটন মিয়া (২৭), মো: জীবন (২৫), মো: নুর নবী (২১), মো: নজরুল ইসলাম (৫৫), মো: রবিউল (৩৫), বাবুল (৪০), মো: আলতাফ হোসেন (৩৮), সেলিম (৩৫), সুবাহান মুহুরী (৫২), শিল্টি ওরফে শিলপাটার মিস্ত্রি (৪৫) সহ অজ্ঞাত ১৫০ থেকে ২শ জন।

এ ঘটনায় ঐ দিন রাত ১০ টায় শীবগঞ্জ চৌরাস্তায় জরুরী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহম্মেদ বেগ, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জামালপুর ইউপি চেয়ারম্যান এস,এম মোস্তাক আহমেদ প্রমুখ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক এ ঘটনায় নতুন করে কোন প্রকার উশৃংখল কর্মকান্ড ও গুজব না ছড়িয়ে সকলকে আইন শৃংখলা মেনে চলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net