1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে চন্দনাইশে পুলিশী অভিযানে আটক-৭ চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩ ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপসহীন : ডা. তাহের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি ঘোষণা সীতাকুণ্ডে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাথে শহীদ পরিবার সোসাইটি ২০২৪” এর নেতৃবৃন্দের মতমবিনিময় সম্পত্তিতে নারীর অধিকার

মাগুরায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৪৬ বার

মাগুরার শ্রীপুর উপজেলার বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদ।
০২ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা শহরের বকুলতলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে লাঞ্ছিতকারী ওহিদুজ্জামান লিটুর বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলার ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিবুল হক, টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত হোসেন, তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদুল ইসলাম, পূর্ব শ্রীকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন বিশ্বাস, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিরা ইসলাম, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুর রহমানসহ অন্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানকালে ভুক্তভোগি শিক্ষক নিমাই চন্দ্র বিশ্বাস জানান, গত ১ জানুয়ারি বই উৎসবে বই বিতরণের পর বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রম দেখতে যাই। এ সময় অতি তুচ্ছ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ছোট ভাই গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওহিদুজ্জামান লিটু আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিভাবে লাঞ্ছিত করে। বিষয়টি লিখিত আকারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে দিয়েছি।

বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনারুল ইসলাম বাবলু জানান, বিদ্যালয়টি আমার পিতার হাতে গড়া। আমাদের জমিও দেওয়া আছে। আমার পিতা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক একজন বদমেজাজী ও বিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক উপস্থিত থাকেন না। তার বদলির বিষয়ে এর আগেও আমি শিক্ষা অফিসকে অবহিত করেছি। ছাদ ঢালাইয়ের দিন বিদ্যালয়ের একজন কর্মচারিকে খাবার না দেওয়াকে কেন্দ্র করে আমার সঙ্গে প্রধান শিক্ষকের বাকবিতণ্ডা হয়। এ সময় আমার ছোট ভাই লিটু প্রতিবাদ করায় এক পর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তি হয়।

এ বিষয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net