1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন; তৃণমূলে পথ সভা, শহরে মিছিল শোডাউন; নতুুনের ইঙ্গিত কাউন্সিলরদের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক আনোয়ার খুটাখালী ক্রিকেট একাদশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভাষা শহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আনোয়ারা উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে সবার কাছে আনারস মার্কায় ভোট চাইলেন কাজী মোজাম্মেল নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক- ৩ ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ! Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন; তৃণমূলে পথ সভা, শহরে মিছিল শোডাউন; নতুুনের ইঙ্গিত কাউন্সিলরদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ১৯৭ বার

মাহবুবুর রহমান : আগামীকাল বুধবার পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকাল ১০টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ সম্মেলন শুরু হবে। ২০১৪ সালের ১৫ নভেন্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনের অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি।

সম্মেলনের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম।

এদিকে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ করতে জেলা কমিটির পাশাপাশি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্মেলকে ঘিরে জেলাব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণাও চলছে । জেলা শহরসহ বিভিন্ন সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। নয়নাভিরাম আলোক সজ্জায় সজ্জিত হয়েছে জেলা শহর।

জেলা শহর মাইজদীর প্রধান ও সংযোগ সড়কের পাশে ভরে গেছে সম্মেলনে আগত অতিথি ও প্রার্থীদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার ও পোস্টার-ফেস্টুন। এছাড়াও চলছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা ও মিছিল-মিটিং।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও জেলার প্রবীন রাজনীতিবীদ অধ্যক্ষ খায়রুল আনম সেলিম একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এ পদে অন্য কোন প্রার্থীর নাম এখনো শুনা যাচ্ছে না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির পক্ষে তার সমর্থকরা ব্যাপক প্রচার-প্রচারনা চালাচ্ছেন।

একই পদে অন্য প্রার্থী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের পক্ষেও তার সমর্থকরা প্রচারনায় মাঠে রয়েছে। তাদের নাম ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনেই ভরে গেছে শহর ও শহরতলির এলাকা। এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন পরে একরামকে সমর্থন জানান ।

দলের বর্তমান সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, নোয়াখালী এক সময় বিএনপির ঘাঁটি ছিলো। আওয়ামী লীগের দুঃসময়ে নির্যাতনের ভয়ে এখানে দলের পক্ষে কথা বলার মতো কেউ সাহস পেত না। কিন্তু এখন নোয়াখালী আওয়ামী লীগের দূর্গ। বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর জেলা ও উপজেলায় আওয়ামী লীগকে তৃণমূলে পৌছে দেওয়ার জন্য সর্বাত্বক চেষ্টা করা হয়েছে। দলে কোন গ্রুপিং বা দ্বন্দ নেই। দলের সাংগঠনিক প্রধান শেখ হাসিনা যাকে দলের দায়িত্ব দেবেন, তিনিই জেলায় দলের হাল ধরবেন।

আরেক সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ও নোয়াখালী পৌরসভার মেয়র,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল বলেন, দলের প্রধান ইতোমধ্যে বলেছেন তরুণ, সৎ, যোগ্য, ক্লিন ইমেজ ও তূণমূলের কাছে যিনি জনপ্রিয় তাকেই দলের দায়িত্ব দেয়া হবে। কে দায়িত্বে আসবেন তা ঠিক করবেন দলের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ দিকে দলের তৃণমূলের নেতাকর্মীরা চান সিন্ডিকেটের ভিত্তি যেন না থাকে নতুন নেতৃত্বে হবে কর্মীবান্ধব ও সাধারণ কর্মীদের আস্থার ঠিকানা।

নোয়াখালী প্রতিনিধি
০১৮১১-৮০২৫৬৯

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম