1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের আনোয়ারার মন্নান চেয়ারম্যান কোটি টাকার জমি পেলেন দানপত্রে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান

চট্টগ্রামের আনোয়ারার মন্নান চেয়ারম্যান কোটি টাকার জমি পেলেন দানপত্রে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৭৭৭ বার

সোহেল মাহমুদ, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মন্নানকে কোটি টাকা মূল্যের এক কানি এক গÐা তিন কড়া জমি দান করেছেন জনৈক নাসিম আনোয়ার নামের এক ব্যাক্তি যা নিয়ে আলোচনা চলছে উপজেলার সবর্ত্রে। কারণ একই মৌজার আবু বকর থেকে তিন গন্ডা এক কড়া জমি ক্রয় করেছেন চেয়ারম্যান। কৌতূহলী এলাকাবাসীর ধারণা দুদক থেকে বাঁচতে জমি ক্রয় করলেও তা দানপত্র হিসাবে লিখে নিয়েছেন। এম এ মন্নান আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, এম এ মন্নান কোটি টাকার বিনিময়ে বটতলী মৌজা থেকে নাসিম আনোয়ার থেকে এক কানি এক গÐা তিন কড়া ও আবু বকর থেকে তিন গন্ডা এক কড়া জমি ক্রয় করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ মন্নান। কিন্তু আবু বকর থেকে নেওয়া জমিটি ক্রয় দেখালেও নাসিম আনোয়ার থেকে নেওয়া জমিটির দলিলপত্রে উল্লেখ করা হয়েছে দানপত্র হিসাবে। দাতাকে জেঠাতো ভাই বললেও তার কোন সত্যতা নেই বলে এলাকাবাসী জানিয়েছে। শুধু মাত্র দুর্নীতি দমন কমিশন দুদক, কর দেওয়া থেকে বাঁচতে দানপত্র হিসাবে দেখানো হয়েছে। একজন চেয়ারম্যানকে কিভাবে দানপত্রে এত জমি দান করে তার কোন উত্তর খুজে পাচ্ছে না এলাকাবাসী। শুধু তাই নয় দৃশ্যমান কোন ব্যবসা বাণিজ্য না থাকলেও তিনি চট্টগ্রাম শহরে গড়ে তুলেছেন আলীশান ফ্লাট বাড়ি। শুধুমাত্র চেয়ারম্যান হিসাবে বাজার, টিআর কাবিখার বারদ্দ, সাব-ঠিকাদারী নিয়ে নয় ছয় করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবদুল মন্নান এক সময় নিজের পৈত্রিক সম্পত্তি ভাড়া দিয়েছিলেন আর্থিক অভাবে। কিন্তু ১৯৯৬ সালে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহসভাপতির পদ থেকে আওয়ামীলীগে যোগ দেওয়ার পর তার ভাগ্য খুলে যায়। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ৯৭ সালে বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তার ভাগ্য খুলে যায়। চেয়ারম্যান পদকে ব্যবহার করে সে সময় আর্থিক স্বচ্চল হন। ২০১৪ সালে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ১৬ সালের নির্বাচনে পেশীপক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে আবারো বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। পানি উন্নয়ন বোর্ডের অধীনে আনোয়ারা বেধিবাধ নির্মাণ প্রকল্পের সাব-ঠিকাদারী নিয়ে ২৮০ কোটির টাকার প্রকল্পের হরিলুট করেন। যা ইতিমধ্যে দূর্নীতি দমন কমিশন দুদক তদন্তে নেমেছে। এছাড়াও বটতলী শাহ মোহছেন আউলিয়ার মাজার, বটতলী বাজার থেকে নিয়মিত টাকা আদায়, সিএনজি স্ট্যান্ড থেকে টাকা আদায় করছেন। চেয়ারম্যান হওয়ার পর টিআর কাবিখা, কাবিটা, এডিভি, এলজি, এসপি ও ৪০ দিনের কর্মসূচিসহ অনান্য প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়াও ১৯৯৭ সালে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার সময়ে কাবিখা প্রকল্পের অধীনে খাল খননের ৬৫ মে. টন চাল যার তৎকালিন বাজার মূল্য সাত লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে। ২০০০ সালে বটতলী এস এম আউলিয়া স্কুলে নিযোগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া একজন শিক্ষককে সভাপতি হিসাবে আর্থিক লেনদেন করে নিয়োগ দেন, যার কারণে তার বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা বোর্ডে অভিযোগ দেওয়া হয়।
সার্বিক বিষয়ে এম এ মন্নান চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net