1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. nrghor@gmail.com : Nr Gh : Nr Gh
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ১৫ তুঁতজাত উদ্ভাবন করেছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুইমারা উপজেলা প্রশাসনের প্রস ব্রিফিং অনুষ্ঠিত ৭৫ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন। নোবিপ্রবি হলের ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার শাহ মাওলানা আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লতার ফাঁকে ফাঁকে হাজার হাজার তরমুজ- কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন চার কৃষক গুইমারা সেনা রিজিয়নের ২৫০০ জনকে সহায়তা ও ১২০০ জনকে চিকিৎসা সেবা প্রদান মতিঝিলে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম আছাদ মীরসরাইয়ে ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ

বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ১৫ তুঁতজাত উদ্ভাবন করেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ১৫৭ বার

মঈন উদ্দীন: বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএসআরটিআই) গত ১১ বছরে একটি প্রকল্প ও একটি কর্মসূচি বাস্তবায়ন করেছে। আর একটি প্রকল্প চলমান রয়েছে। এই সময়ে প্রতিষ্ঠানটি চারটি তুঁতের গাছ সংগৃহিত এবং ১৫টি তুঁতজাত (বিএম-১ হতে বিএম-১৫) উদ্ভাবনের ফলে জার্মপ্লাজম ব্যাংকে তুঁতগাছের সংখ্যা ৬৪ থেকে ৮২টিতে উন্নীত করতে পেরেছে। এটিকে কর্তৃপক্ষ তাদের বড় সাফল্য হিসেবে দেখছে।
বিএসআরটিআই সূত্র জানায়, ২০১০ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদকালে ‘ডেভেলপমেণ্ট এণ্ড ট্রান্সফার অব সাসটেইনেবল সেরিকালচার টেকনোলজিস থ্রো আপগ্রেডিং দি রিসার্স এণ্ড ট্রেনিং ক্যাপাবিলিটি অব বিএসআরটিআই’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করেছে এই প্রতিষ্ঠানটি।এছাড়া ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদকালে ‘গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে রেশম প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করেছে।আর ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে ‘রেশম প্রযুক্তি উন্নয়ন, বিস্তার ও দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
বিএসআরটিআই জানায়, বছরে হেক্টর প্রতি তুঁতপাতার উৎপাদন ৩৭-৪০ মেট্রিক টন এর স্থলে ৪০-৪৭ মেট্রিক টনে উন্নীত করা হয়। এই সময়ে আরো২৭টি রেশমকীটের জাত উদ্ভাবনের ফলে জার্মপ্লাজম ব্যাংকে রেশমকীট জাতের সংখ্যা ৮৫টি থেকে ১১২টিতে উন্নীত করা হয়। রেশম সেক্টরে দক্ষ জনশক্তি সৃষ্টি ও উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে হস্তান্তরের লক্ষ্যে একই সময়ে তিন হাজার ৪৭৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিএসআরটিআই’র ভারপ্রাপ্ত পরিচালক মোহা: মুনসুর আলী জানান, লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কাঁচা রেশমের উৎপাদন বৃদ্ধি ও স্বল্প ব্যয়ে উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতার উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে। এছাড়া দক্ষ কারিগরী জনশক্তি সৃষ্টি এবং সম্প্রসারণের মাধ্যমে দেশে কাঁচা রেশম উৎপাদন প্রক্রিয়াকে পদ্ধতিগতভাবে সুসংগঠিত করতে কারিগরী সহায়তাও প্রদান করাহচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2022 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম