1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়েজিদ সবুজ উদ্যান বখাটেদের দখলে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিনাজুরী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ডিবি হারুনের সাথে সখ্যতা’ অপবাদ দিয়ে আ.লীগ সমর্থকের বাড়ি দখল করেছে যুবদল নেতা সন্দ্বীপের মারুপ আন্দোলন থেকে প্রাণে বেঁচে ফিরলেও সামনে দেখছে অন্ধকার! মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  দৈনিক মুক্ত খবর ও শ্যামল বাংলায় নিউজ প্রকাশের পর ভুমি অফিসের এসিল্যান্ডসহ ৪ জনের বদলি তিতাসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান গোদাগাড়ীতে দারুস সুন্নাহ মাদরাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডাকাতি ! ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিট ও হামলার ঘটনায় আরও একটি মামলা

বায়েজিদ সবুজ উদ্যান বখাটেদের দখলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ২৪০ বার

মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে দুই একরের বিশাল জায়গায় লাগানো থোকা থোকা সবুজ লন। ৪১ প্রজাতির বৃক্ষরাজিতে পরিকল্পিত বনায়ন। বসার বেঞ্চ। ৪ হাজার ফুটের ওয়াকওয়ে। শিশুদের রকমারি খেলনা। আলোর ফোয়ারা। পানির ঝরনাধারা। সব মিলে নৈসর্গিক আয়োজন।

বায়েজিদ বোস্তামী থানাধীন সেনানিবাসে প্রবেশের সময় হাতের বাম পাশে ‘বায়েজিদ সবুজ উদ্যান।

১২ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ থাকলেও এ প্রকল্পের ব্যয় হয়েছে মাত্র ৮ কোটি ২৩ লাখ টাকা। গত (৮ অক্টোবর) এ উদ্যানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

প্রকল্প পরিচালক ও গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর অত্যন্ত যত্নসহকারে উদ্যানের কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি কাজ নিখুঁত করতে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছেন তিনি। পতেঙ্গা সৈকত, আগ্রাবাদের জাম্বুরি পার্কের পর এটিই হচ্ছে নগরবাসীর পছন্দের একটি প্রাকৃতিক বিনোদন কেন্দ্র।

এ প্রকল্পের অধীনে ২টি সৃদৃশ্য ফটক রয়েছে। বসার বেঞ্চ আছে একক ৩৯টি, দ্বৈত ৭টি। ৬০ ফুট ব্যাসের জলাধারের দুই পাশে উন্মুক্ত গ্যালারি রাখা হয়েছে। জলাধারে পানি রাখা হবে ৩ থেকে সাড়ে ৩ ফুট। ১ হাজার ২০০ ফুট সীমানাপ্রাচীর রয়েছে। পার্কে আসা লোকজনের জন্য নারী-পুরুষের আলাদা টয়লেট রয়েছে। ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরায় মনিটরিং হয় উদ্যানটি। বাগানে সবুজ ঘাসে ও গাছে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর জন্য রয়েছে ৬০টি স্প্রিঙ্কলার। পুরো উদ্যানে ১০৮টি কম্পাউন্ড লাইট, ১৬টি গার্ডেন লাইট, ৫৫টি ফাউন্টেন লাইট রয়েছে।

সকালে ব্যায়াম, হাঁটাহাঁটি ও শরীরচর্চার জন্য এবং বিকালে সপরিবারে বেড়ানোর জন্য উদ্যানটি খোলা রাখা হয়। সকালে তেমন কোন সমস্যা না হলেও বিকালে উদ্যানে হাঁটার কোন পরিবেশ থাকেনা বলে জনান ব্যায়াম করতে আসা অনেকেই, তারা জানান বিকালে বখাটেরা বসে আড্ডা দেয়, এবং তারা বিভিন্ন দরণের অশ্লীল গান, হইহুল্লোড়ের কারণে পরিবার নিয়ে ব্যায়াম করতে এসে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। তাই সকলের দাবি উদ্যানটা যেন বখাটে মুক্ত হয়।যাতে করে সবাই মুক্ত হাওয়ায় ব্যায়াম করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম