1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু

কুমিল্লায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৬ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা।
লাকসামে বিয়ের দাবীতে প্রেমিক মামুন হোসেন সুজনের বাড়ীতে অনশন করেছে এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও গ্রামে। প্রেমিক ওই গ্রামের ভাউয়াল বাড়ীর মানু মিয়ার ছেলে বলে জানা যায়।ওই কলেজ ছাত্রী কিশোরীর বাড়ী কুমিল্লা জেলার হোমনা উপজেলার কাচিপুর গ্রামে এবং সে বর্তমানে নারায়নগঞ্জ বন্দর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। মেয়েটি জানায় সে নারায়নগঞ্জের বন্দর এলাকার একটি কলেজের স্নাতক ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী হিসেবে অধ্যয়নরত।

জানা যায়, দুবাই প্রবাসী প্রেমিক মামুন হোসেন সুজনের সাথে নারায়নগঞ্জ বন্দর এলাকার অনার্স ব্যবস্থাপনা বিভাগের ওই কলেজ ছাত্রীর সাথে ২বছর পূর্বে সামাজিক যোগাযোগ ফেজবুকের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এ সূত্রধরে উভয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে প্রণয়ের সর্ম্পক গড়ে উঠে।সুজন প্রবাস থেকে এসে গত ৩ দিন পূর্বে প্রেমিকার সাথে বিয়ের প্রলোভনে গভীর সময় কাটায়। কিন্তু পরবর্তীতে প্রেমিকা সুজনকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি না হয়ে উভয়ের সর্ম্পক অস্বীকার করে।

এতে প্রেমিকা সুজনের এমন আচরণ দেখে কোন উপায় না পেয়ে সে তার সাথে বিভিন্ন স্থানে তাদের দু’জনের অন্তরঙ্গ মূহূর্তের সময় কাটানো কিছু ছবি ও নিজের এবং পরিবারের সম্মানের কথা বিবেচনা করে প্রায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামে প্রেমিক সুজনের বাড়ীতে এসে বিয়ের দাবীতে অবস্থান নেয়।

এমতবস্থায় প্রেমিকাকে বাড়ীতে দেখে সুজন ও তার পরিবারের লোকজন ঘরের দরজায় তালা ঝুলিয়ে কৌশলে পালিয়ে যায়। অনশনকালে ওই কিশোরী অসুস্থ্য হয়ে একাধিকবার সজ্ঞা হারিয়ে ফেলে। বিষয়টি জানাজানির পর ওই কিশোরীকে দেখতে সুজনের বাড়ীতে এলাকার লোকজন ভিড় জমায়।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই আলমগীর হোসেন ও ওয়ার্ড মেম্বার আবদুর রব ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে ভর্তি করে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে।

লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কিশোরী তার প্রেমিকের বাড়ীতে অবস্থানের ঘটনা জেনে পুলিশ পাঠিয়ে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net