1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিজানুর রহমান আজহারীকে প্রতিহত করতে হবে! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি  ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ নবীগঞ্জ ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষক ও তার ভাই’ মোবাইল একাউন্টে ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা ! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা

মিজানুর রহমান আজহারীকে প্রতিহত করতে হবে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ২২৩ বার

ইমরান আনসারী :

মিজানুর রহমান আজহারীকে প্রতিহত করতে হবে- এমন দাবীতে সোচ্চার আমার জন্মভূমি কুমিল্লা। প্রথমেই বলে রাখি এটি বাংলাদেশে জমে থাকা ফ্যাসিবাদের বিস্ফোরণ। সামাজিক , রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয়ভাবে এই ফ্যাসিজম সর্বত্র বিরাজমান। আপনার মতই চূড়ান্ত এবং গ্রহণযোগ্য মত। সুতরাং মানুন, নাহলে মৃত্যুকে আলিঙ্গন করুন। এটিই হচ্ছে ফ্যাসিবাদের মূল কথা । এখানে মাঝামাঝি কোনো অবস্থান নেই। মিজানুর রহমান আজহারীকে কতল করার বক্তব্যও দেয়া হচ্ছে প্রকাশ্যে দিবালোকে । এই রাষ্ট্রের সংবিধানের আওতায় কোনো মানুষ কাউকে কতলের উস্কানী দিতে পারে না। অথচ রাষ্ট্রীয় ব্যাবস্থা এটিকে এলাও করছে। আজকে যেমন সুন্নীরা সরকারি মদদে জামাত ও কাওমী আলেমদের নিঃশ্চিহ্ন করার কর্মসূচীতে যাচ্ছেন। কাল হয়তো তারা সুন্নীদের মাথা চাইবেন। এইতো সেই দিনের ঘটনা আল্লামা ফারুকীকে কি নৃশংসভাবেই না হত্যা করা হলো। এর বিচার কিন্তু আমরা পাইনি। আমি ধর্মীয় বিষয়ের দ্ধন্ধগুলো খুব নিবিড়ভাবে দেখার চেষ্টা করি। সেই হিসেবে আমাকে পযবেক্ষক বলতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষের একটি সমস্যা হচ্ছে যাকে তিনি ভালবাসেন, যার বক্তব্য তিনি পছন্দ করেন তাকে পৃথিবীর সেরা পন্ডিত মনে করেন। ধরুণ যাকির নায়েককে যারা পছন্দ করেন, তারা মনে করেন যাকির নায়েক যা বলেন তা শিরুধায্য। তিনি ভূল বলতে পারেন না, ভূল করতে পারেন না। আমি আমার এক লেখায় বলেছিলাম যাকির নায়েক তূলনামূলক ধর্মীয় শাস্ত্রে একজন পন্ডিত ব্যাক্তি । তিনি মুজাদ্দিদও নন ফকীহও নন। এই মন্তব্য করায় অনেকের সমালোচনা ও নিন্দা আমাকে সইতে হয়েছে। ঠিক একই ব্যাপার ঘটেছে মিজানুর রহমান আজহারীর বেলায়। তাঁকে যারা ভাল বাসেন তারাতো তাকে আল্লামা , শায়খ ইত্যাদি উপাধি ছাড়া লিখেন না। আ্মি স্বীকার করছি বিগত পাঁছ ছয় বছরে যত আলেম বাংলাদেশে বক্তব্য রাখেন তাদের মধ্যে ভাষাশৈলি ও উপস্থাপনায় তিনি এক নম্বর। কিন্তু তিনি মাহের আলেম নন। তাঁর রাসূলের শানে শব্দ চয়নের ক্ষেত্রে আরো সাবধান হওয়া উচিত। কারণ এখন সোস্যাল মিডিয়ার মাধ্যমে এসব তথ্য মূহুর্তে ছড়িয়ে যায় । এজন্য মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতি আমার পরামর্শ হচ্ছে – আপনাকে মাওলানা মওদুদী , হাসানুল বান্নার লিটারেচার পরার পাশাপাশি ড. তাহেরুল কাদরী, আহমদ রেজা র. লিটারেচার পড়তে হবে। শুধু তাই নয় ওলামায়ে দেওবন্দের লিটারেচারের সাথেও আপনার পরিচয় থাকতে হবে। কারণ আপনি যখন বক্তব্য দেন তখন সব ধরণের মানুষ আপনার সামনে থাকেন। এই পরামর্শ সুন্নী আলেমদের বেলায়ও একই রকম। যদি আপনি শান্তি চান তাহলে আপনাকে শুধু ইসলামের ভেতরকার বিভিন্ন ফেরকার যোগসূত্রগুলো জানলেই হবে না, ইসলামোফোবিয়া নিয়েও আপনার জ্ঞান থাকতে হবে। আল্লাহ সব মতের আলেমদের এবিষয়গুলি বুঝার তৌফিক দিন।

লেখক : আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম