মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
এডুকেয়ার স্কুলে প্রধান শিক্ষক মো: ইস্রাফিল স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঙ্গড্ডা বাদশামিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান কামাল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক কবি আফজাল হোসাইন মিয়াজী, সাইফ উদ্দিন, জামাল উদ্দিন মিয়াজী, নাসির উদ্দিন মুজুমদার, ছায়েদুল হক মজুমদার, মো: ইউনুছ, শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, সাইফুল হাসান,ফয়সাল আহমেদ,আব্দুল হক,ফজলে এলাহী,আঃমমিন,মাছুম প্রমুখ।
অতিথিগণ স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উৎসব পালন করেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ইসরাফিল স্যার বলেন ২০১৯সালে সমাপনী পরীক্ষায় ২৫ টি A+ও জেএসসি পরীক্ষার ৬টি A+ সহ শত ভাগ পাশ করেন।এ সাফল্য ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য শিক্ষার্থীদের বলেন।