মাহবুবুর রহমান :নোয়াখালীতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজ শুরু হয়েছে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এতে নোয়াখালীতে ৫ লাখ ২৭ হাজার ৭৯৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে।
এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ মোমিনুর রহমান, স্বাচিপ সাধারন সম্পাদক এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডা: মাহবুবুর রহমান ও ডা: শাহাদাৎ হোসেন বিভিন্ন কেন্দ্র পরির্দশন করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৫৬ হাজার ৮৬১ এবং ১২-৫৯ মাস বয়সী পাঁচ লাখ ২৭ হাজার ৭৯৯ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৯১ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ২ হাজার ২৮৭ টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ৮৪৯ জন মাঠ কর্মী ও ও ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক এ কাজে নিয়োজিত করা হয়েছে।