1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার আহ্বান বামসাএর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাঁশখালীতে মধ্যরাতে অগ্নিকান্ডে পুড়েছে চার দোকান ফাঁসিয়াখালী-মেদাকচ্ছপিয়া পিপলস ফোরাম (পিএফ) সাধারণ কমিটির সভা সম্পন্ন চৌদ্দগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ফের ৩দিন ক্লাস বর্জনের ঘোষণা কুবি শিক্ষক সমিতির নবীনগরে পৃথক মোবাইল কোর্ট অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা তিতাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার আহ্বান বামসাএর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ১৬০ বার

আবদুল্লাহ মজুমদার : বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, দৈনিক সংগ্রাম অফিসে সন্ত্রাসীদের ও পত্রিকা নিবন্ধন বাতিল করার প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্হ রাজবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিরপেক্ষ কমিশন,নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ হওয়ার আহবান জানায় বামসাএ। আজ সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন(বামসাএ) এর কার্যনির্বাহী কমিটির সভা বামসাএ এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ওয়াছিয়ার রহমান ,আলী মোর্ত্তজা,মহাসচিব মুহাম্মদ আবু হানিফ, যুগ্ম মহাসচিব আলী হোসেন ফরায়েজী, এরশাদুর রহমান সাংগঠনিক সচিব রফিকুল ইসলাম, প্রচার সচিব রফিকুল ইসলাম দুলাল , হুমায়ূন কবির তালহা, জিল্লুর রহমান ইলিয়াস হোসেন কাজী, আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থা চরম বির্পযয়ের মুখে। বক্তারা অবিলম্বে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী রাজবন্দী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার অধীকার নিশ্চিত করার আহবান জানায়। তারা আরো বলেন দেশের ভোটারদের মধ্যে একটা ধারনা জন্মনিয়েছে জনগনের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্টানে কর্মকর্তারা দলীয় কর্মী হিসাবে চিহ্নিত হয় দেশের জন্যে দূর্ভোগ ডেকে আনছে। তারা আশা করে আসন্য দুই সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়,নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী,আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা এখন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। সকল বির্তকিতদের নির্বাচন সংশ্লিষ্টা থেকে প্রত্যাহার করে পেশাদারী মানুষিকতা যারা প্রশসন করে তাদের নির্বাচনী দায়িত্ব প্রদান করবে।তারা আরো বলেন ইভিএম বাতিল এবং ব্যালোটের মাধ্যমে সকল প্রার্থীর মনোনীত এজেন্টদের উপস্থিতি ফলাফলে সকল এজেন্টের স্বাক্ষর নিশ্চিত করতে হবে। বিএনপি সহ বিরোধী দল বিশেষ করে ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালে নির্বাচনী প্রচারণায় যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কাল বিলম্ব না করে আইন গত ব্যবস্থা গ্রহন করতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের বিবেক অধিকার হারা মানুষের অধিকার নিজ দায়িত্বে ফিরিয়ে দিতে উদ্দোগ গ্রহন করতে হবে। আরো বলেন সিভিল ও পোষাকি প্রশাসন এখন জনগনের দৃষ্টিতে তারা বিশেষদলের আঙা বাহক।এ অভিযোগ খন্ডন করা এবং তাদের প্রতি জনগনের আস্থা ফিরিয়ে আনা তাদের দায়িত্ব। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে কিন্তু হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে না বিচারের সম্মুখীন করা হচ্ছে না। সরকারী ভাবে তাদের চিকিৎসা করা হচ্ছে না।তিনি দাবী করেন সকল হামলাকারীকে বিচারের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের বিনামূল্য চিকিৎসা করতে হবে।মফস্বলে কর্মরত সাংবাদিকদের ওয়েজ বোর্ড অনুসারে বেতন ভাতাদী প্রদান করতে হবে। যখন তখন ইচ্ছা মাফিক চাকুরীচ্যুত করা বন্ধ করতে হবে।সকল সংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাগর-রুনী সহ এ যাবৎ নিহত সকল সাংবাদিক হত্যাকারীদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে। সাংবাদিক সমাজের অভিভাবক শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি বীর মুক্তি যোদ্ধা রহুল আমিন গাজী,আমারদেশ সম্পাদক মাহমুদূর রহমান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ সকল সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমারদেশ,ইসলামী টিভি দিগন্ত টিভি সহ সকল বন্ধ মিডিয়া খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কর্মসংস্হান করা। আমার দেশ,সংগ্রাম,এবং টিভি চ্যানেলের ক্ষতি পুরণ দিতে হবে। তিনি বলেন ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে রাজনৈতিক সহ অবস্থানের মাধ্যমে দেশের অভ্যান্তরিণ ও দেশের বাইরে বাংলাদেশের যে ভাবর্মূতি ক্ষুন্ন হয়েছে তা পুর্নঃদ্ধারে রাজনিতীকদের দায়িত্ব গ্রহন করতে হবে। তিনি অবিলম্বে ইভিএম প্রথা বাতিল ও ক্ষমতার অপব্যাবহার করে অন্যদের নির্বাচনে প্রচারনাকারী উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন না করলো জনগন নিরাপত্তার স্বার্থে নির্বাচন বয়কট করলে নির্বাচন কমিশন,নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন সংশ্লিষ্টরা এ দায়িত্ব বহন করবে বলে উল্লেখ করেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে কোন সাংবাদিক যাতে বাধা গ্রস্থ না হয় এ ব্যাপারে শর্তক থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম