নইন আবু নাঈম, বাগেরহাট :
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে । উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৯ (জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০ টায় কালোব্যাজ ধারণ,শোক র্যালী,পুষ্পমাল্য অর্পণ ও দোয়া-মাহফিলের মধ্যদিয়ে তার শাহাদাৎ বার্ষিকী পালন করা হয় । স্থানীয় শহীদ মিনার চত্তরের আলোচণা সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, সাবেক ছাত্রনেতা আবুল হোসেন নান্টু, ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিন শান্ত, বাদশা আলমগীর আলম,সাইফুল ইসলাম জীবন,খায়রুল শরীফ প্রমুখ ।
উল্লেখ্য ১৯৯২ সালের ৯ জানুয়ারীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আতোতায়ীর গুলিতে নির্মমভাবে খুন হন ছাত্রনেতা মনিরুজ্জামান বাদল ।