শাহজালাল শাহেদ, চকরিয়া: বুধবার ১জানুয়ারি সারাদেশে জাতীয় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নানান আনুষ্ঠানিকতায় বই বিতরণ উৎসব চলে। এসব প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানে স্থানীয় এমপি প্রধান অতিথি আবার অন্য প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রধান নতুবা ইউএনও প্রধান অতিথি ছিলেন। এমনও দেখা গেছে সবাই একইমঞ্চে শ্রেণিভেদে অতিথির আসন অলংকৃত করেছেন।
এসবের কিঞ্চিত ব্যতিক্রম হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটি উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান। সরকার নির্দেশিত সারাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়েও বর্ণাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
ভাগ্যানুক্রমে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যলয়ের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন। পুত্র মেয়র হওয়ার সুবাদে অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ায় পিতা ওই অনুষ্ঠানের এক নাম্বার বিশেষ অতিথি মনোনীত হন।
তাই বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন পৌর মেয়র আলমগীর চৌধুরীর গর্বিত পিতা চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ৮ম বারের মতো নির্বাচিত সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ। আর এমন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সচেতন মহল এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে বলেন, আজ যোগ্য পিতার সুযোগ্য সন্তান হওয়ায় বাবার মান-মর্যাদা পাচ্ছেন পৌর মেয়র আলমগীর চৌধুরী। দাদার হাতে গড়া প্রতিষ্ঠান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির সম্মানে ভূষিত হন তিনি। মেয়র আলমগীর চৌধুরী এতদাঞ্চলের সুপরিচিত শিক্ষানুরাগি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম আবদুল মজিদ সিকদারের সুযোগ্য নাতি।