1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সফলতার মানদন্ড! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে দলের পাশাপাশি ভোটের মাঠও গোছাচ্ছে বিএনপি-জামায়াত

সফলতার মানদন্ড!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪৪৩ বার

আফজাল হোসাইন মিয়াজী :
সফলতা!
এই শব্দটি অতি পরিচিত একটি শব্দ। এটি সকলের মুখে মুখে। যা সকলেরই কাম্য।সবাই লক্ষ্যে পৌঁছাতে চায়! জিত চায়। সফলতা পেতে চায়! সত্যি কথা বলতে কি সফলতার মানদন্ড একেকজনের কাছে একেকরকম।
আমাদের সমাজে সফলতা মানে প্রধানত দুটো জিনিসকেই বুঝায় –
১.অর্থ ২.ক্ষমতা
সাফলতা, অর্থ ও ক্ষমতা আজকাল প্রায় সমার্থক হয়ে পড়েছে।
আবার অনেকে মনে করে যে,জীবনের সাফল্য মানে ধনসম্পদ, জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন।
কারো কারো মতে সফলতা মানে লক্ষ্য অর্জন।
কেউ কেউ বলেন সফলতা হচ্ছে সততা ও প্রচেষ্টা দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ সুখ অনুভূতি লাভ করা।

সফলতা শব্দের ব্যাপকতা রয়েছে!প্রত্যক মুসলমানের জীবনে দুটি লক্ষ্য আছে
১.দুনিয়াবী
২.পরকালীন
লক্ষ্যকে সামনে রেখে সফলতারও দুটি মানদন্ড রয়েছে ..
১.দুনিয়াবী সফলতা
২.পরকালীন সফলতা
আসলেই সফলতা এরকম কোন নির্দিষ্ট বস্তু নয় যে আমরা তা একবার অর্জন করলেই সারাজীবন সে আমাদের কাছে থাকবে । জীবনের প্রতি পদক্ষেপে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারার নামই সফলতা । যার যা লক্ষ্য তার কাছে সেটাই তার সফলতা । সফলতা ঠিক তরল পদার্থের মতো , কোন জলকে যেমন যে পাত্রে রাখা যায় তা সেই পাত্রের আকার ধারণ করে । সফলতাও ঠিক সেই রকম তাকে যে যেভাবে চায় সে তার কাছে সেইভাবেই ধরা দেয় । নানান রকম মানুষের আশা নানান রকমের হয় । কেউ চায় অর্থ , কেউ চায় নাম যশ খ্যাতি , কেউ চায় একটু সুখ । সেই রকমই যে যার আশাকে পূর্ণ করতে পারার নামই সফলতা।

“সাফল্য হচ্ছে জীবনের একটা উপায় এটা যশ প্রতিফলনের কোন স্থান অথবা একটি গন্তব্য স্থল নয়। কোন একজন ব্যক্তির সাফল্য বিচার করা উচিত শুভ আচরণের উদ্দেশ্যে তার অঙ্গীকার ও বিরামহীন কঠিন পরিশ্রমের যাত্রাকে যা তিনি জীবনব্যাপী সংগ্রাম করতে পারেন সে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে । অতএব সাফল্যের যাত্রা কখনই সম্পূর্ণ সমাপ্ত হবার নয় এবং সে পথে চলতে সবসময়ই প্রয়োজন হবে সামনে আরো কিছু করার”।

প্রত্যকটা মানুষ ৫টি ‘স’-র জন্য আজীবন সংগ্রাম করে যায়..১.সফলতা২.সুখ, ৩. সৌন্দর্য ৪.সুস্থতা ৫.সম্মান।
সব প্রত্যাশায় কি প্রাপ্তি মিলে?যদিও মিলে যায় এটাই কি জীবনের সফলতা??
সফলতাকে নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ করা কঠিন। যারা বস্তুগত সমৃদ্ধি উপভোগ করছে, তারাও হয়তো ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করে এবং জীবনের অর্থ ও উদ্দেশ্য তারা জানে না।

এমনটা কি হতে পারে যে, যারা ধনসম্পদ, পদমর্যাদা বা খ্যাতি লাভ করার দ্বারা সাফল্যকে পরিমাপ করে, তারা এক ত্রুটিপূর্ণ মানদণ্ড ব্যবহার করছে?
আল্লাহ তা’য়ালা বলেন –
সেই ব্যক্তি সফলতা লাভ করেছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। (সূরা আ ‘লা -১৪)
চলবে ..
(লেখক,সাংবাদিক ও মানবাধিকার কর্মী)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net