1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে এসে বাস চাপায় লাশ হয়ে বাড়ী ফিরলেন বৃদ্ধা মহিলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার উৎকোচ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাঁশখালীতে সহস্রাধিক গাছ কেটে সাবার করেছে ইউপি চেয়ারম্যান, বনবিভাগ জব্দ করেছে ২০০ টুকরা! শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পানি বিতরণ পৌর মেয়রের বিরুদ্ধে টোলের টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ প্রচণ্ড তাপদাহে নোয়াখালী পুলিশ সুপারের বিশুদ্ধ পানি ও জুস বিতরণ নবীনগরে উপজেলা কমিউনিস্ট পার্টির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালী সামুদ্রিক মৎস্য আহরণকারী বিহিন্দী জাল বোট মালিক সমিতির কমিটি গঠন নবীনগরে সহজ ও ঝামেলাহীন সেবা দিয়ে যাচ্ছে ডাচ্-বাংলা ব‍্যাংক ফাস্ট ট‍্র‍্যাক সাংবাদিকদের কটুক্তি ও মামলার হুমকির প্রতিবাদে সৈয়দপুর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

নবীগঞ্জে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে এসে বাস চাপায় লাশ হয়ে বাড়ী ফিরলেন বৃদ্ধা মহিলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৩০ বার

নবীগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর নামকস্থানে ইউনিক পরিবহণ বাসের চাপায় ফুলজান বিবি(৬৫) এক এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় প্রায় ১ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় জনতা । রবিবার (৯ ফ্রেরুয়ারি) দুপুর ২টার দিকে নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফুলজান বিবি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যা’র স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী ফুলজান বিবি। চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে ফিরছিলেন বৃদ্ধা ফুলজান বিবি। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কস্থ মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিলেটগামী একটি যাত্রীবাহী ইউনিক পরিবহনের বাস ঢাকা মেট্রো(ব-১৫২৫৬৬) ফুলজান বিবিকে চাপা দিলে মারাত্মক ভাবে আহত হন তিনি । এতে ঘটনাস্থলেই ফুলজান বিবির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সঈদপুর বাজারে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কে তিব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার সালমান ফারসি,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান,শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ ঘটনাস্থলে ছুঠে যান। এসময় স্থানীয় জনতা ৭২ ঘন্টার ভিতরে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পীড-ব্রেকার স্থাপনের দাবী জানান। দাবীর প্রেক্ষিতে উপস্থিত কর্মকর্তারা উত্তেজিত জনতাকে স্পীড-ব্রেকার স্থাপনের আশ্বাস প্রদান করলে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া দাফন কাজ সম্পন্ন করার আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যাই,পরে উত্তেজিত জনতার সাথে আলাপ করে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম