1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংসদের বিশেষ অধিবেশনে প্রণব মুখার্জি আসছেন বক্তা হয়ে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

সংসদের বিশেষ অধিবেশনে প্রণব মুখার্জি আসছেন বক্তা হয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ২২৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ২২-২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, তার সংগ্রাম ও অর্জনের ওপর আলোচনা হবে। এই বিশেষ অধিবেশনে ‘অধিবেশন বক্তা’ থাকবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আমাদের সময়

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীকেও বিশেষ অধিবেশনে থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া নেপালের একজন সংসদ সদস্যও এই অধিবেশনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে টেলিফোন আলাপে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুজিববর্ষের বিশেষ অধিবেশনে বক্তৃতা করতে সম্মতি

জানিয়েছেন। আগামী ২ মার্চ দিল্লি যাচ্ছেন স্পিকার। ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পিকারদের সঙ্গে বৈঠক ছাড়াও প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময়ে ঢাকা সফরের আমন্ত্রণপত্র প্রণব মুখার্জির কাছে হস্তান্তর করবেন তিনি।

বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুকে জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। তার কর্মময় জীবন, সংগ্রাম, তিনি যে সাড়ে তিন বছর দেশের নেতৃত্ব দেওয়ার সময় পেয়েছিলেন, সেই সময় তার গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোকপাত করা হবে। তার সময়ে সংসদে যেসব আইন প্রণয়নসহ বড় বড় সিদ্ধান্ত এসেছিল, তা তুলে ধরা হবে। দেশকে এগিয়ে নেওয়ার যে ভিত বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন, সেসব নিয়ে আলোচনা হবে।

মুজিববর্ষের অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু স্মরণে বিশেষ মঞ্চ করা হবে। যেখানে বছরব্যপী অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। থাকবে ছবি ও ভিডিও প্রদর্শনীর ব্যবস্থা। এতে পাকিস্তানের গণপরিষদ, স্বাধীন দেশে নতুন সংবিধান প্রণয়ন ও জাতীয় সংসদে বঙ্গবন্ধুর কাজগুলো তুলে ধরা হবে।

মুজিববর্ষের বছরব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনে। জমকালো এই আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক উপস্থিত থাকবেন। এ ছাড়া আরও বিদেশি অতিথি আসতে পারেন বলে জানা গেছে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে। ২৬ মার্চের রাষ্ট্রীয় আয়োজনগুলো মুজিববর্ষ বিবেচনায় রেখে সাজানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জন্মশতবার্ষিকীর বছরব্যাপী আয়োজনে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net