মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে “ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদ” এর উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত প্রদর্শনী, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে এ উপলক্ষে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মো. মাহফুজ আলম। ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মমিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা কাজী মহি উদ্দীন মুকুল, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবু, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগ নেতা মো. খোরশেদ আলম প্রমুখ। এসময় ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের সহ-সভাপতি মাসুম সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঢাকা ও কুমিল্লা থেকে আগত শিল্পীদের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।