মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্যপন্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ-টিসিবি। দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর, আরাপপুর, হামদহ, কালীগঞ্জ উপজেলাসহ ৬ টি স্থানে এ পন্য বিক্রি করা হচ্ছে।
দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে পণ্য বিক্রির সময় দেখা যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে নিদের্শনা দিচ্ছেন। ক্রেতারা দুরত্ব বজায় রেখে ক্রেতারা ডাল, তেল, চিনি পেঁয়াজসহ নিত্যপন্য ক্রয় করছেন। করোনার কারণে জেলা ও উপজেলা শহরের দোকানপাট বন্ধ থাকায় মানুষের ভোগান্তী দুর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইনে সারিবদ্ধ ভাবে দুরত্ব বজায় রেখে দাড়িয়ে ক্রেতাদের পণ্য কিনতে দেখা গেছে। পণ্য বিক্রি করায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।