এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার ৪মার্চ ২০২০ ইং সকাল দশটা থেকে ঢাকা দাওয়াত ইসলামীর উদ্যেগে বয়ান, জিকির, তাসাউরে মাদিনা, মিলাদ কিয়াম, দোয়া ৫ ওয়াক্ত নামাজ আদায়ের মধ্যদিয়ে ৪ দিন ব্যাপী সুন্নাতে ভরা ইজতিমা শুরু হয়ে চলবে আগামী ৬ মার্চ শুক্রবার পর্যন্ত।
ইজতেমা উপলক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি এবং ব্যাপক প্রচার-প্রচারণা। বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে ইজতেমার দাওয়াত। ইজতেমা শেষে হাজার হাজার যুবক, এবং বয়স্ক ভাইদের দিল পরিবর্তন হয়ে যাবে বলে প্রত্যাশা ইজতিমা আয়োজকদের।
দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শায়খে তরিকত, আমিরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা আবু বিল্লাল মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদেরী রযবী, বরকতমুল আলিয়া। তাবলীগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন। পৃথিবীতে প্রায় ১০৬ টি বিভাগে কাজ করতেছে। যেমন জামিয়াতুল মাদিনা প্রায় ৬১৬টি দুনিয়াবী পড়াশোনার পাশাপাশি বাংলা ইংরেজি আরো বিভিন্ন বিষয়ে পড়ানো হয়।
এ পর্যন্ত সারা পৃথিবী থেকে ৮০,০০০ আশি হাজারেরও অধিক হাফেজ হয়েছে। ২,৪১,০০০ দুই লক্ষ, এক চল্লিশ হাজার ছোট ছেলে মেয়ে নাজেরানা পড়া শেষ করেছে। বর্তমানে প্রায় ১,৩৩,০০০ এক লক্ষ তেত্রিশ হাজার ছোট ছেলে মেয়ে বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।