নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় খালে ডুবে সবিজ (৯) নামের এক শিশু মারা গেছে। শনিবার দুপুর ১২টার দিকে গোসল করতে গিয়ে সে নিখেঁাজ হয়। প্রায় পঁাচ ঘন্টা পর বিকেল পঁাচটার দিকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা। উপজেলার পূর্ব খাদা গ্রামে এঘটা ঘটেছে।
খুলনার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে নিহত সজিব আগের দিন শুক্রবার মা ফাতিমা বেগমের সঙ্গে নানা সুলতান শিকদারের বাড়ি বেড়াতে আসে। সে খুলনার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সবিজ তার বড়ভাই সিয়াম (১৩) ও আত্মীয় আবিরের (১২) সঙ্গে নানা বাড়িসংলগ্ন উপজেলার পিরষদের খালে গোসল করতে যায়। সঁাতার না জানা সবিজ একটি কলাগাছের ভেলা ধরে ভাসছিল। এসময় সে ভেলা থেকে ছুঁটে পানিতে ডুবে যায়।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মেশফাকুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা খালে তল্লাশি করে কোনো খোঁজ মেলেনি। পরে খুলনা থেকে হুমায়ুন কবিরসহ তাদের ডুবুরি দলের দুই সদস্য এসে বিকেল পঁাচটার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধারে সক্ষম হন। ##