রাসলে মাহম্মুদ, নোয়াখালী : নোয়াখালীতে করোনা প্রতিরোধে জেলা প্রশাসন ও বেসরকারী হাসপাতাল বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা ও সদর উপজেলার উদ্যোগে দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহর মাইজদী প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে করোনা প্রতিরোধে প্রচারনা চালিয়েছে। এসময় তারা পথচারী, লোকজন, ব্যবসায়ী ও বিভিন্ন যান বাহনে থাকা লোকজনের নিকট লিপলেট বিতরণ, হ্যান্ডওয়াস ও মাক্স সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক তন্ময় দাস ও পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সামছুদ্দিন জেহান, নোয়াখালী জেলা বেসরকারী হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি ডা.নোমান, সাধারণ সম্পাদক গৌতম ভট্ট্র, সদর উপজেলা শাখার সভাপতি ডা.মোঃ ফিরোজ ও সাধরণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু জিএম হলি লাইফ হাসপাতালের মো.মিজানুর রহমান রাজুসহ প্রমূখ।
গত ৭ই মার্চ থেকে বুধবার ১৮ই মার্চ পর্যন্ত বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যেগে করোনা প্রতিরোধে গনসচেতনাতা মূলক কার্যক্রম চালিয়ে আসছে এবং এই কর্মসূচি অব্যহত থাকবে।