শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান মাওলানা শাহজাহান ইকবাল শুক্রবার ২০মার্চ ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। এদিকে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শাহজাহান ইকবালের ইন্তিকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবদেনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমদ, চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।