নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় করোনা ভাইসার প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায় ও মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার। রবিবার উপজেলা সদর রায়েন্দা বাজারসহ শরণখোলার বিভিন্ন এলাকা তারা এ প্রচারণা চালান।
এসময় জেলা পুলিশ ও পৌরসভার পক্ষে আলাদা আলাদাভাবে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মোরেলগঞ্জ পৌরসভার মাধ্যমে রায়েন্দা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ছিটানো হয় জীবাণুনাশক পানি। প্রচার অভিযানে মোরেলগঞ্জ সার্কেলের এএসপি রিয়াজুল ইসলাম, শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, শরণখোলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন অংশগ্রহন করেন।