1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. nrghor@gmail.com : Nr Gh : Nr Gh
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নীলফামারীতে তিন বন্ধু হাত পেতে হাত বাড়ালেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ। মীরসরাইয়ে চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গুইমারা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ৭৫ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন। নোবিপ্রবি হলের ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার শাহ মাওলানা আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লতার ফাঁকে ফাঁকে হাজার হাজার তরমুজ- কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন চার কৃষক গুইমারা সেনা রিজিয়নের ২৫০০ জনকে সহায়তা ও ১২০০ জনকে চিকিৎসা সেবা প্রদান মতিঝিলে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারীতে তিন বন্ধু হাত পেতে হাত বাড়ালেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৯৬ বার

নুর আলম সিদ্দিকী ঃ নিলফামাড়ী জেলার জলঢাকা উপজেলার তিন বন্ধু মিলে সাহায্যের হাত নিয়ে হাত বাড়ালেন। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মানুষ একটু সহানুভূতিকি পেতে পারেনা। ভুপেন হাজারীকার গান থেকে বাস্তবতার রুপে তিন বন্ধু।
তিন বন্ধুর মানবতার সেবায় সোস্যাল মিডিয়ায় গ্রুপ খুলে সাহায্য আদায় করে প্রদান করছেন।
শ্যামল বাংলা ডট নেট এর স্টাফ রিপোর্টার নুর আলম সিদ্দিকীকে, দি লাইট অফ ইউথ ফাউন্ডেশন এ-র উদ্যোগতা আব্দুল কুদ্দুস বলেন আমরা করোনা ক্রান্তিলগ্নে অন্যের কাছে হাত পেতে সাহায্য নিয়ে অন্যদের সাহায্য সহোযোগিতা করার চেস্টা করছি। আমাদের তিন বন্ধুর নিজস্ব কোন আর্থিক সামর্থ না থাকায় তিনজন মিলেই ভেবে চিন্তে এভাবেই সাহায্য নিয়ে সাহায্য দিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতি কেটে উটলে আমরা আগামীতেও অসহায়দের পাশে দাঁড়াবো। মহান রাব্বুল আলামিন যেন সারা পৃথিবী থেকে করোনার গজব থেকে আমাদের রক্ষা করেন। প্রনয়দত্ত বলেন আমরা ৩০টি অসহায় পরিবারকে খুজে বের করে তাদের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছিয়ে দিয়েছি। বেলাল আবেদিন বলেন নিলফামারী জলঢাকা উপজেলার তিনটি এলাকায় কৈমারী, ষৈলমারী, জলঢাকার ৩০টি পরিবারকে সহোযোগিতায় করতে পারায় তারা খুশি হয়েছেন।

তাদের সাহায্য চাওয়ার ধরনটা সম্পূর্ণ আলাদা নিম্নে তা তুলে ধরলাম আপনাদের সামনে।
কেউ এড়িয়ে যাবেননা,
একটু সময় নিয়ে পড়ুন, —
আমরা The Light Of Youth Foundation নামে একটা গ্রুপ খুলেছি , বর্তমান এ covid -19 আমাদের দেশে মহামারী আকার নেয়ার কারণে পুরো দেশ lock down করা হয়। যার কারণে দেশের দরিদ্র ও দিনমজুর রা খাদ্যাভাবে পরেছে।

এই গ্রুপের উদ্দেশ্য শুধু গরীবদের জন্য কিছু করা,যেমন(চাল,ডাল,তেল) এমন কোনো কিছু দেওয়া, আপনারা সকলে ঘরে বসে থেকে বিকাশ বা রকেট এর মাধ্যমে সাহায্য করতে পারেন,বিশ্বাস রাখতে পারেন।

আপনাদের এক টাকার হিসাব ও দেওয়া হবে,শুধু একটু সাহায্য করার জন্য হাতটা বাড়িয়ে দিন,
অনেকের ই ফোন ই পারসোনাল বিকাশ বা রকেট আছে,

যারা প্রবাসী আছেন,আপনারা ও চাইলে,বিকাশ এবং রকেট এর মাধ্যমে সাহায্য করতে পারেন,

কোনো সাহায্যই ছোট নয়, ১০,২০,৩০,৪০,৫০,৬০,৭০,১০০,২০০,৫০০,১০০০
,যে যেমন পারেন, দিতে পারেন, আপানাদের বিকাশ বা রকেট এর নাম্বার এবং টাকার পরিমান, গ্রুপে অবশ্যই জানানো হবে।

প্রনয়দত্ত, দিনাজপুর,এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ছাত্র।
বেলাল আবেদিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(EEE)ছাত্র। বিকাশ-০১৭৭১৮০৫০২৪(পারসোনাল)
আব্দুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। রকেট:০১৮৬১৭৫৮৪৯২-৪
আপানাদের ১০ টাকায় হতে পারে একজন মানুষের একবেলা খাবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2022 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম