1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাচেলর ও গৃহহীনদের প্রতিদিন খাবার দিচ্ছে চবি ছাত্রদল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ফখরুলের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের বৈঠক ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

ব্যাচেলর ও গৃহহীনদের প্রতিদিন খাবার দিচ্ছে চবি ছাত্রদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২২৩ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
কোভিড-১৯ মোকাবিলায় চলমান অঘোষিত লকডাউনে বিপাকে পড়া চট্টগ্রামের ব্যাচেলর শিক্ষার্থীদের টানা ১৩ দিন ধরে রাতের খাবার ও ১ম রমজান থেকে প্রতিদিন ইফতার পৌঁছে দেয়ার পাশাপাশি ফ্লাইওভারের নিচে ও ফুটপাতে রাত কাটানো গৃহহীন অসহায় মানুষদের জন্য প্রতিদিন একবেলা খাবার সরবরাহ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনীত চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সহায়তায় ব্যাচেলর শিক্ষার্থীদের বাসায় খাবার পৌঁছে দেয়ার পাশাপাশি ২৫ শে এপ্রিল থেকে বহদ্দারহাট টু ওয়াসা মোড়, ২ নং গেইট-চকবাজার পর্যন্ত ফ্লাইওভারের নিচে, ফুটপাতে ও রেলস্টেশনে রাত কাটানো অসহায় মানুষদের জন্য প্রতিদিন আড়াই-তিনশত মানুষকে একবেলা খাবারের প্যাকেট দিচ্ছে টিম-চবি ছাত্রদল। ইফতারের আগে এবং ইফতারের পরে দুই ধাপে এসব খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে দেশব্যাপী ছাত্রদলের চলমান মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় লকডাউনের শুরু থেকে ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য আমরা রাতের খাবার পৌঁছে দিচ্ছি। পাশাপাশি চবি ছাত্রদলের বর্তমান ও সাবেক কিছু চবি ছাত্রলনেতাদের সমন্বয়ে তহবিল গঠন করে এবং বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সহায়তায় আমরা ক্যাম্পাস ও শহরে প্রায় দেড় শতাধিক পরিবারে মাঝে ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি এবং দেয়া হচ্ছে। এছাড়া রোযা ও লকডাউনের কারণে খাবার যোগাড়ের পথ বন্ধ হয়ে যাওয়া গৃহহীণ অসহায় মানুষদের জন্য প্রতিদিন একবেলা খাবার সরবরাহ করছি। ”

দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সাক্ষরিত উক্ত বিবৃতিতে আরো জানানো হয়, ফোনকল ও গোপন তথ্য অনুসারে আজ সংকটে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এরকম প্রায় ২০ টা পরিবারে এবং আগামীকাল থেকে ক্যাম্পাসে আরো ৮০-১০০ টা পরিবারের মাঝে চবি ছাত্রদলের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে ঘরে ঘরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net