মোঃ সাইফুল্লাহ : মাগুরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল গঠন করা হয়েছে । গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় এ তহবিল গঠন করা হয়। দূর্যোগ ব্যবস্থপনা আইন ২০১২ এর ৩২(৫) ধারার নির্দেশনা অনুযায়ী এ তহবিল গঠিত হল।
ওই তহবিলে সহায়তা করার জন্য মাগুরা জেলা প্রশাসক সমাজের সকল সংগঠন ও বিত্তবান জনগনকে অর্থ প্রদানের জন্য বিশেষ ভাবে অুনরোধ করেছেন।
তহবিলটি জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির তত্ত্ববধানে জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের একার পক্ষে শতভাগ সহায়তা দেওয়া সম্ভব নয়। একারণেই এই তহবিল গঠন করা হয়েছে । যাতে সরকারি বরাদ্দের পাশাপাশি এই তহবিল থেকে দুস্থ মানুষকে সহায়তা দেওয়া যায়। ওই তহবিলে সহায়তা পাঠাতে পারেন যে কোনো ব্যক্তি ও প্রতিষ্টান।