নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয়মাদক সেবীর বিরুদ্ধে। ২৮এপ্রিল(মঙ্গলবার)রাতে উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর আমড়াগাছিয়া (চৌরাস্তা)এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সোহরাপ হোসেন তালুকদার,সাধারন সম্পাদক মোঃ ছগির হোসেন শিকদার,ওয়াডের ইউপি সদস্য মোঃ ডালিম শিকদার,যুবলীগ নেতা মোঃ লোকমান হোসেন সহ স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, ২৮এপ্রিল একই এলাকার বাসিন্দা মোঃ আঃ রাজ্জাক খানের ছেলে মোঃ মুছা খান(২১)স্থানীয় ৫/৭জন বখাটে যুবক নিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে বসে মাদক সেবন করছিল। এতে স্থানীয় প্রবীন ব্যক্তিরা বাঁধা দিলে উভয়ের সাথে তর্ক-বিতর্ক ও মনোমালিন্য হয়। এক পর্যায়ে সন্ধ্যায় অফিসটি তালাবদ্ধকরে রাখা হয়।ওই ঘটনার জের ধরে মাদকসেবীরা রাতে পেট্রোল ঢেলেএ অগ্নিসংযোগ করেছেন বলে তাদের ধারনা।
এ বিষয়ে মুঠোফেনে মুছা খানের কাছে জানতে চাইলে দাবি করেন, তিনি সহ তার বন্ধুরা মাদক সেবন করেন না। এছাড়া আমার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছেন তারাই আওয়ামী লীগের অফিসে আগুন নাটক।