1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় স্বাস্থ্য কর্মকর্তার রোষানলে চিকিৎসক! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা । সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক এর মতবিনিময় চন্দনাইশে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত-৫ চন্দনাইশ হাশিমপুরে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর গণ-সংযোগ ৭২ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কার স্বার্থে চন্দনাইশ বরুমতি খালের উপর ৩ সেতু আছে সংযোগ সড়ক নেই ৬৫ জন নারী কর্মী পেল ৬৭ লক্ষ ২০ হাজার টাকা  চন্দনাইশে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয় ও সনদ বিতরণ  পশ্চিম সুলতানপুর স্কুলে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত চন্দনাইশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছেন চেয়ারম্যান

শরনখোলায় স্বাস্থ্য কর্মকর্তার রোষানলে চিকিৎসক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ১৩০ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য এর এক আবাসিক মেড়িকেল অফিসার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার রোষানলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপতালের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য সদ্যযোগ দেয়া তরুন চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম খান সহ হাসপাতালের অধিকাংশ নার্স ও ডাক্তারা জানান , স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াসমিন যোগদান করার পর রোগী ও তাদের স্বজন এবং জন প্রতিনিধি সহ হাসপাতালে কর্মরত ষ্টাপদের নানা দুর ব্যাবহার করে চলছেন এবং অফিস টাইম ছাড়াও ডাক্তারদের কারনে অকারনে বসিয়ে রাখেন । পান থেকে একটু চুন খসলেই তিনি দমক দেন । বিভিন্ন ভাবে নাজেহাল করেন এর প্রতিবাদ করার কারনে আজ স্বাস্থ কর্তার রোষানলে পড়তে হয়েছে । এছাড়া কথায় কথায় তিনি আমাদের (ষ্টাপদের) চাকুরি খেয়ে ফেলার হুমকি দেন । তার কোন কথার কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে নাজেহাল করেন । তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সর্বদা ষ্টাপদের দাবড়িয়ে বেড়ান । ১/২জনকে লাঠিয়াল হিসেবে ব্যাবহার করে সরকারি সম্পদ লুটপাট চালাচ্ছেন। এছাড়া তিনি কোন রোগী দেখেন না । কেউ দেখাতে চাইলে বলেন, রোগী দেখার দ্বায়িত্ব নাকি তার নেই । যার ফলে দেশের এমন দুর্যোগ মুহুর্তেও সেবা বঞ্চি হচেছ জনসাধারন । ডাঃ ফরিদা ইয়াস মিনের সর্বদা দুর ব্যাবহারের কারনে হাসপাতালের পরিবেশ দিন দিন যে দিকে যাচ্ছে তাতে আমরা (ষ্টাপরা) ধৈর্য ধরে রোগীদের সেবা দিতে পারছিনা । এ জটিলতার উন্নতি না হলে তারা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, ডাঃ সিরাজুল ইসলামের ধারনা সম্পূর্ন ভূল । এটা উর্ধতন কর্তৃপক্ষে সিদ্বান্ত সে ক্ষেত্রে আমার কোন হাত নেই । এছাড়া ষ্টাপদের অন্য অন্য অভিযোগের কোন সত্যতা নেই । বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ হুমুায়ুন কবির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন , ওই চিকিৎসককে বদলী করা হয়নি, করনো প্রতিরোধে তাকে সাময়িক জেলা সদর হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে । ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম