1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীত ৪৬ নং ওয়ার্ডে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা , আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য

টঙ্গীত ৪৬ নং ওয়ার্ডে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা , আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ২৬৬ বার

টংগী প্রতিনিধি: টঙ্গীতে পূর্ব বিরোধের জের ধরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে টঙ্গীর হিমারদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজন মিয়া নামে এক যুবক মাইকিং করা অবস্থায় মসিউজ্জামান বাবলুর বাড়ির সামনে যায়। এ সময় মসিউজ্জামান বাবলুর ছেলে মৃদুল মুখে মাস্ক না পড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষন পরে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মসিউজ্জামান বাবলুর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। মসিউজ্জামান বাবলুসহ তার ছেলে মৃদুল, মহানগর যুবলীগ নেতা কাইয়ুম সরকার ও অপর পক্ষের রাজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে।
৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনা সংক্রমন রোধে গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারী রাজন মিয়া মাইকিং করছিল। এ সময় বাবলু মিয়ার বাড়ির সামনে যাওয়া মাত্রই তার ছেলে মৃদুল তাদের বাধা দেয়। পরে রাজন বাধা দেওয়ার কারন জানতে চাইলে মৃদুলসহ কয়েকজন মিলে তাকে মারধর করে।
তিনি আরও বলেন, বিষয়টি সিটি করপোরেশনের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
অভিযোগকারী মসিউজ্জামান বাবলু জানান, আগামী নির্বাচনে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পর থেকে বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর সাথে আমার বিরোধ শুরু হয়। ওই বিরোধের জের ধরে কাউন্সিলর নুরু ও তার লোকজন আমার বাড়িতে হামলা ও ভাংচুরসহ প্রায় নগদ ১৫ লাখ টাকা এবং প্রায় ১০ লাখ টাকার আসবাবপত্র লুটপাট ও চুরি করে নিয়ে যায়। এসময় মহানগর যুবলীগ নেতা কাইয়ুম সরকার বিষয়টি মিমাংশার জন্য এগিয়ে এলে নুরু ও তার লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তুলে লঅঞ্চিত করে। এসব ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, মসিউজ্জামান বাবলুর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net