বদরুল হক:
আনোয়ারায় স্বামী-স্ত্রীসহ আরও দুইজনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে জেলা সিভিল সার্জন অফিস থেকে রির্পোট পাওয়ার পর আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে আনোয়ারায় পঞ্চম করোনা রোগী শনাক্ত হয়েছে। জানা গেছে, করোনায় আক্রান্তরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বাসিন্দা শাহেদ এবং তার স্ত্রী তসলিসা আকতার। শাহেদ উপজেলার কালাবিবি দিঘীর মাছের আড়ৎ ব্যবসায়ী।