কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলার অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র ঈদগাঁহতে ক্রেতা সেজে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান অাদালত।
২৩ মে শনিবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. শাহরিয়ার মোক্তার এ অভিযান পরিচালনা করেন।
স্বাস্থ্যবিধি না মানা, সরকারী নির্দেশ অমান্য করে দোকান, শপিং মল খোলা রেখে পণ্য বিক্রয় করায় ২ ব্যবসায়ীকে ৭ দিন করে কারাদন্ড এবং ৫ জন ক্রেতাকে ৫শ টাকা করে মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়।
সিলগালা করে দেয়া বাজারের ৩ টি বড় মার্কেট ও ২১ টি দোকান।
ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চলাকালে অাদালতকে সহায়তা করে।
বৃহত্তর ঈদগাঁহর বিভিন্ন শ্রেনিপেশার মানুষ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারী নির্দেশ বাস্তবায়নে এ ধরনের অভিযান বার বার পরিচালনা করা দরকার বলেও মনে করছেন ঈদগাঁহর অভিজ্ঞ মহল।