শাহজালল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় করোনা পরিস্থিতির প্রেক্ষিতে খাদ্য সামগ্রি পেয়েছে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ২৭৯ জন ননএমপিও শিক্ষক। শনিবার ২৩মে দুপুরে উপজেলার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।