এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-টঙ্গীতে যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকারের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। তিনি বলেছেন যতদিন লকডাউন থাকবে ততদিন গাজীপুরের অভিভাবক যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশমতো এবং মহানগর যুবলীগ এর রত্ন মহানগর যুবলীগ এর আহবায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল এর পরিকল্পনায় গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ চলছে এবং চলমান থাকবে। এসময় তিনি বলেন যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশ মোতাবেক ঘরে ঘরে আমি অথবা আমার লোক জন উপহার সামগ্রী পৌছে দেবে। এসম তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। প্রতিদিনের মতো তিনি আজকেও টঙ্গী বাজার কর্মরত তিন শত দোকান শ্রমিকদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।