1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর শহরের বিভিন্ন মহল্লাসহ জেলার ৬ হাজার ৮০৮টি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ( ৭)শিশুর মৃত্যু ! বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

দিনাজপুর শহরের বিভিন্ন মহল্লাসহ জেলার ৬ হাজার ৮০৮টি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ১৩৬ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
ঈদগাহ মাঠ কিংবা খোলা জায়গার পরিবর্তে দিনাজপুর জেলা শহরসহ জেলার ১৩ উপজেলার ৬ হাজার ৮০৮টি মসজিদে ধমর্ীয় ভাবগাম্ভীযের্যর মধ্যদিয়ে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবার দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন।

বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে দেশ, জাতিকে হেফাজতে রাখতে ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সৃমদ্ধি কমানায় ঈদের নামাজ শেষে বিশেষ মুনাজাত করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার ১৩ উপজেলায় ৬ হাজার ৮০৮টি মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এসময় মুসল্লীদের ভীড়ে জায়গা সংকুলান না হওয়ায় কোন কোন মসজিদে তিনটি পর্যন্ত জামায়াত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এসব মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নিজ নিজ জায়নামাজ নিয়ে মুসল্লীরা মুখে মাস্ক পড়ে মসজিদে এসে ঈদুল ফিতরের নামাজের জামায়াতে অংশগ্রহণ করে। নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মহামারি করোনাভাইরাস থেকে দেশ, জাতিকে হেফাজত করতে, করোনায় মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা, আক্রান্তদের সুস্থতা কামনা এবং নিজ পরিবার, দেশ ও জাতিকে হেফাজত করার আকুতি জানিয়ে মুনাজাত করা হয়।

দিনাজপুর জেলা শহরের কাঞ্চন কলোনী শাহী জামে মসজিদে প্রথমে ৮টায়,৯টায় দ্বিতীয় এবং সাড়ে ৯টায় তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও দক্ষিণ লালবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি ও সকাল সোয়া ৯টায় একটিসহ এই মসজিদে দুইটি জামায়াত অনুষ্ঠিত হয়।

এছাড়া দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি খানকাহ রহমানিয়া জামে মসজিদ,চাউলিয়াপট্টি মাটির মসজিদ, লালবাগ ১নং আহলে হাদিস জামে মসজিদ, ২নং আহলে হাদিস জামে মসজিদ, পাটুয়াপাড়া জামে মসজিদ, ঘাষিপাড়া ডাবগাছ জামে মসজিদ, বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ সংলগ্ন জামে মসজিদ, স্টেশন রোড জামে মসজিদ, জেল রোড কেন্দ্রীয় জামে মসজিদ, গোর এ শহীদ কেন্দ্রীয় জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, বালুবাড়ী শাহী জামে মসজিদ, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ জামে মসজিদসহ জেলা শহর ও জেলার ১৩টি উপজেলার ৬,৮০৮টি মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে খুৎবার পর বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে দেশ, জাতির মুক্তি কামনা ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সৃমদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম