চট্টগ্রাম প্রতিনিধি :
করোনা মহামারীতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কবলে আকষ্মিক কর্মহীন জনসাধারণের মাঝে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে ঈদের মিষ্টান্ন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, যে কোন জাতীয় দূর্যোগে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দূর্যোগ মূহুর্তে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। চলমান করোনা মহামারীতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নেতা-কর্মীরা জীবাণুনাশক ছিটানো, সচেতনতামূলক প্রচারপত্র বিলি, খাদ্য সহায়তা, তথ্য সহায়তা সহ নানা জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে মাঠে আছে। এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এ সময় বৈশ্বিক দূর্যোগ করোনা মহামারী থেকে মুক্তি ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোঃ ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসাইন মানিক, শফিউল বাশার শামু, আনিস রহমান, রাশেদ খান টিপু, পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা আব্দুর রহমান, সানাউল্লাহ, বায়েজিদ থানা ছাত্রদল নেতা মোজাম্মেল মঞ্জু, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোশারফ হোসেন, আরিফ হোসেন, চট্টগ্রাম টেক্সটাইল ইনিস্টিউট ছাত্রদল নেতা মেহেদী আহমদ ইমন, ইব্রাহিম, আমিন শিল্পাঞ্চল ছাত্রদল নেতা আহমদ রাব্বি, ফয়েজ, সাইফুল প্রমুখ নেতৃবৃন্দ।