মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা :
কুমিল্লার লাকসাম -চৌদ্দগ্রাম সড়কের বাঙ্গড্ডা পূর্ব বাজার সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে অভিযোগ করেছে অনেকে।
জানা গেছে, লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের শত শত গাড়ি চলাচল করে। সড়কের বাঙ্গড্ডা বাজার বটতলা এরিয়ায় বিশাল অংশজুড়ে খানা খন্দকের সৃষ্টি হয়েছে।
ফলে সামান্য বৃষ্টি হলেই সেখানে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। নিস্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় মালবাহী ট্রাক আটকে যাওয়াসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে উভয়স্থানে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে ভুক্তভোগী এলাকাবাসী, পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।