নোয়াখালী প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে নোয়াখালী পৌর এলাকার সাত হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল।
সোমবার সকালে পৌর ভবনের সামনে ৯টি ওয়ার্ডে একযোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সকালে উপহার সামগ্রী নিতে আসা মানুষগুলোকে পৌরসভায় স্থাপিত জীবানু নাশক সেনিটাইজার টানেলের মাধ্যমে স্প্রে করা হয়। পরে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন মেয়র।
এ সময় মেয়র শহীদ উল্যাহ খাঁন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির শুরু থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।